জয়েন্ট এনট্রান্সে প্রথম পাঞ্চজন্য, বইয়ের পাহাড়ের মাঝেই যেন তাঁর বাস
ঘরে যেন বইয়ের পাহাড়। সেই বইয়ের পাহাড়ের মাঝেই বাস পাঞ্চজন্য -র। এই পাঞ্চজন্য দে এবার প্রথম হয়েছে জয়েন্ট এনট্রান্সে। খড়দহ -র ডাঙ্গাপাড়া বড়তলা অঞ্চলের বাসিন্দা পাঞ্চজন্য। রহড়া রামকৃষ্ণ মিশনে পড়াশোনা তাঁর। ছেলের এই ফলে খুশি তাঁর পরিবার। ছেলেবেলা থেকেই পড়াশোনায় ভালো পাঞ্চজন্য, জানাল তাঁর পরিবার। পাঞ্চজন্য -র বাবা জানালেন ছেলে যা করতে চায় তাই সে করবে, আমরা সব সময়েই ওর সঙ্গে আছি।
ঘরে যেন বইয়ের পাহাড়। সেই বইয়ের পাহাড়ের মাঝেই বাস পাঞ্চজন্য -র। এই পাঞ্চজন্য দে এবার প্রথম হয়েছে জয়েন্ট এনট্রান্সে। খড়দহ -র ডাঙ্গাপাড়া বড়তলা অঞ্চলের বাসিন্দা পাঞ্চজন্য। রহড়া রামকৃষ্ণ মিশনে পড়াশোনা তাঁর। ছেলের এই ফলে খুশি তাঁর পরিবার। ছেলেবেলা থেকেই পড়াশোনায় ভালো পাঞ্চজন্য, জানাল তাঁর পরিবার। পাঞ্চজন্য -র বাবা জানালেন ছেলে যা করতে চায় তাই সে করবে, আমরা সব সময়েই ওর সঙ্গে আছি।