ইটভাটার শিশুদের নিয়ে সরস্বতী বন্দনায় পাপিয়া
- ইটভাটায় হল সরস্বতী পুজো
- এমন ছবি দেখা গেল কৃষ্ণগঞ্জের দুর্গাপুরে
- ভিন রাজ্য থেকে এসে শ্রমিকরা কাজ করে সেখানে
- সঙ্গে থাকে তাঁদের সন্তানরাও
- সেই শিশুদের নিয়েই পুজো করলেন পাপিয়া কর
ইটভাটায় হল সরস্বতী পুজো। এমন ছবি দেখা গেল কৃষ্ণগঞ্জের দুর্গাপুরে। ভিন রাজ্য থেকে এসে শ্রমিকরা কাজ করে সেখানে। সঙ্গে থাকে তাঁদের সন্তানরাও। মা-বাবার সঙ্গে তাঁরা কাজে হাত লাগায়। সেখানেই স্কুল খুলেছেন পাপিয়া কর। ইট ভাটার শিশুদের পড়ান তিনি। সেই শিশুদের নিয়েই পুজো করলেন তিনি। আগে কখনও পুজো দেখেনি তারা, জানালেন পাপিয়া। তাঁর এই চিন্তা ভাবনা এবং ইটভাটার শিশুদের সঙ্গে বাগদেবীর বন্দনা করে এক নজির গড়লেন পাপিয়া।