Asianet News BanglaAsianet News Bangla

ইচ্ছেডানায় ভর করে রিক্সা নিয়ে সিয়াচেনের পথে সত্যেন

Aug 6, 2021, 4:39 PM IST

'কতটা পথ হাঁটলে সত্যেন হওয়া যায়!', এই কথাটা যেন সত্যেনের সঙ্গে মিশে গিয়েছে। গরিবি আর প্রতিবন্ধকতার বিরুদ্ধে এক প্রতিবাদ যেন সত্যেন। কখনও সাইকেল নিয়ে কখনও সে রিক্সা নিয়ে পথের সওয়াড়ি। বিয়ের আগে সাইকেল নিয়ে দার্জিলিং-ও গিয়েছেন সত্যেন। সত্যেনের বাড়ি বারুইপুরের নিউ গড়িয়া। তবে তাঁর রিক্সা চালানো নাকতলা-বাঘাযতীন এলাকায়। অসংখ্য মানুষের কাছ থেকে সাহায্য পেয়েছেন সত্যেন। সিয়াচেন অভিযানে বিশ্ব উষ্ণায়ণ নিয়ে সে বার্তা তুলে ধরছে। মানুষ ইচ্ছেডানায় ভর দিয়ে অসম্ভবকে সম্ভব করতে পারে। এর এক্কেবারে জীবন্ত উদাহরণ সত্যেন দাস। এবার তিনি রিক্সা নিয়ে সিয়াচেনের পথে। অগাস্টের ১ তারিখে ঘর ছেড়েছেন সত্যেন। অক্টোবরের মাঝামাঝি তিনি সিয়াচেন পৌঁছবেন। এর আগে রিক্সা নিয়ে তিনি লাদাখ, খাড়দুঙ্গলা গিয়েছেন। রিক্সা নিয়ে পার হয়েছেন জোজিলা পাস। স্ত্রী ও কন্যাকে রিক্সায় চাপিয়ে গিয়েছেন পুরী। এমনকী পরিবারকে সঙ্গে করে নিয়ে হয়েছে উত্তর ভারত ভ্রমণ।