Shakuntala Shabor: রমনিতার পর এবার শকুন্তলা, প্রথম শ্রেণিতে স্নাতক শবর কন্যা

রমনীতা শবরের পর এবার শকুন্তলা শবর। ৬২ শতাংশ নম্বর পেয়ে প্রথম শ্রেণিতে স্নাতক পাস করে রেকর্ড তৈরি করল শবর জনজাতির মেয়ে শকুন্তলা শবর। গতবছরই শবর সম্প্রদায়ের মধ্যে প্রথম গ্রেজুয়েট হয় রমনীতা শবর।

/ Updated: Nov 22 2021, 05:44 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রমনীতা শবরের পর এবার শকুন্তলা শবর। ৬২ শতাংশ নম্বর পেয়ে প্রথম শ্রেণিতে স্নাতক পাস করে রেকর্ড তৈরি করল শবর জনজাতির মেয়ে শকুন্তলা শবর। গতবছরই শবর সম্প্রদায়ের মধ্যে প্রথম গ্রেজুয়েট হয় রমনীতা শবর। এবার ঝাড়খণ্ড থেকে হিন্দি নিয়ে স্নাতক স্তরে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে শবরদের মধ্যে রেকর্ড গড়ল শকুন্তলা। শত প্রতিকূলতা পেরিয়ে রমনীতা শকুন্তলার জয়ে আরো এক ধাপ এগিয়ে গেল শবর সম্প্রদায়। তাঁর বাড়ি জঙ্গল মহলের বরাবাজার ব্লকের সিন্দরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলঝোর গ্ৰামে। শকুন্তলা ঝাড়খণ্ডের কলহন বিশ্ববিদ্যালয়ের পটমদা কলেজ থেকে হিন্দিতে সাম্মানিক স্নাতক ডিগ্রি অর্জন করেছে। গত বছর বিয়ে হয় শকুন্তলার। এরপরেও পড়শোনা সে চালিয়ে যায়। দিনমজুর বাবা মঙ্গল শবর ও মা উর্মিলা শবরের উৎসাহেই তার এই সাফল্য। তবে তার এই সাফল্যে যিনি অকুণ্ঠ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি কলকাতা পুলিশে কর্মরত পুঞ্চা ব্লকের বাসিন্দা তথা সমাজকর্মী অরূপ মুখোপাধ্যায়। শকুন্তলার ভালো ফলাফলের খবর পেয়ে তিনি ছুটি নিয়ে চলে এসেছেন তাঁর পুঞ্চার বাড়িতে।