কোজাগরী লক্ষ্মীপুজো‐র সূত্রপাত জগৎ শেঠ‐এর  হাত ধরে, এই পুজো ঘিরে রয়েছে এক অজানা গল্প

কোজাগরী লক্ষ্মীপুজো শুরু হওয়ার পেছনে রয়েছে এক কাহিনী। কোজাগরী লক্ষ্মীপুজো‐র সূত্রপাত জগৎ শেঠে‐এর  হাত ধরে। এই কাহিনির তবে কোনও ঐতিহাসিক ভিত্তি নেই। জগৎ শেঠের মা এই পুজো শুরু করেন বলে মনে করা হয়। আজও ঘরে ঘরে এই পুজো হয়ে আসছে। এই পুজোর দিন গৃহস্থ বাড়িতে সারারাত ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। বাড়ির দরজা খুলে বসে থাকেন গৃহিনীরা। বঙ্গে বেশিরভাগ ঘরে মালক্ষ্মী পূজিত হন কোজগরী পূর্ণিমার রাতে।

/ Updated: Oct 20 2021, 09:16 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কোজাগরী লক্ষ্মীপুজো শুরু হওয়ার পেছনে রয়েছে এক কাহিনী। কোজাগরী লক্ষ্মীপুজো‐র সূত্রপাত জগৎ শেঠে‐এর  হাত ধরে। এই কাহিনির তবে কোনও ঐতিহাসিক ভিত্তি নেই। জগৎ শেঠের মা এই পুজো শুরু করেন বলে মনে করা হয়। আজও ঘরে ঘরে এই পুজো হয়ে আসছে। এই পুজোর দিন গৃহস্থ বাড়িতে সারারাত ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। বাড়ির দরজা খুলে বসে থাকেন গৃহিনীরা। বঙ্গে বেশিরভাগ ঘরে মালক্ষ্মী পূজিত হন কোজগরী পূর্ণিমার রাতে।