পাতা কেটে লেখা 'অমর ২১শে', প্রত্যুষের সৃষ্টি এখন নজর কাড়ছে সকলের

  • বাংলাকে রাষ্ট্র ভাষার মর্যাদা দিতে চলে আন্দোলন
  • বহু বীর শহিদ হন ভাষা আন্দোলনে 
  • ২১ ফেব্রুয়ারি তাঁদের আন্দোলন সফল হয়
  • সেই বীর শহিদদের সম্মান জানাতেই নয়া ভাবনা
  • পাতা কেটে তার ওপর লেখা 'অমর ২১শে'

/ Updated: Feb 22 2021, 12:03 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাংলাকে রাষ্ট্র ভাষার মর্যাদা দিতে চলে আন্দোলন। বহু বীর শহিদ হন ভাষা আন্দোলনে । অবশেষে ২১ ফেব্রুয়ারি তাঁদের আন্দোলন সফল হয়। রাষ্ট্র ভাষার মর্যাদা পায় বাংলা ভাষা। সেই বীর শহিদদের সম্মান জানাতেই এবার নয়া ভাবনা। পাতা কেটে তার ওপর লেখা 'অমর ২১শে'। প্রত্যুষ মহলদার তৈরি করেছেন এই অসাধারণ জিনিসটি। তবে শুধু পাতা কেটেই (Leaf art) নয় মাইক্রো আর্ট (Micro art) তাঁর বিশেষ পছন্দের, জানিয়েছেন প্রত্যুষ। শন্তিপুরের বাসিন্দা প্রত্যুষ বিজ্ঞানের ছাত্র। তাঁর এই সৃষ্টি এখন নজর কাড়ছে সকলের।