দুষ্প্রাপ্য মুদ্রা থেকে ১৮২ টি দেশের নোট-মুদ্রা রয়েছে মালদহের বিশ্বজিৎ বাবুর সংগ্রহে

 টাকা-পয়সা রয়েছে সংগ্রহ করাই তাঁর নেশা। তবে তা সাধারণ টাকা নয় এদেশ থেকে বিদেশ, তাঁর কাছে রয়েছে দেশ-বিদেশের নোট। মোট ১৮২ টি দেশের নোট এবং মুদ্রা রয়েছে তাঁর সংগ্রহে। এমনকি বাবর থেকে টিপু সুলতান-আকবরদের আমলের বহু প্রাচীন মুদ্রাও রয়েছে তাঁর ঝুলিতে। এমনই ভাবে ৩৮ বছর ধরে দেশ-বিদেশের মুদ্রা সংগ্রহ করে চলেছেন মালদহের বিশ্বজিৎ গুপ্ত। এই কাজে তাঁর সঙ্গী তাঁর কন্যা সায়ন্তি। বাবার এই মুদ্রা সংরক্ষণের জন্য একটি সংগ্রহশালা তৈরির ইচ্ছা রয়েছে, জানালেন সায়ন্তি। বিদেশে কোনও দিন ঘুরতে যেতে পারিননি তিনি। তবে বিশ্বের ১৮২ টি দেশের নোট এবং মুদ্রা রয়েছে তাঁর কাছে আর সেটাই তাঁর ভালোলাগা, জানালেন বিশ্বজিৎবাবু। দুষ্প্রাপ্য এই সব মুদ্রা ভবিষ্যত প্রজন্ম -র কাছে তুলে ধরার স্বপ্ন দেখেন বিশ্বজিৎ বাবু। তাঁর এখন একটাই লক্ষ্য একটি সংগ্রহশালা তৈরি করে এই সমস্ত মুদ্রা সংরক্ষণ করা। এমনই একটি সংগ্রহশালা তৈরির অপেক্ষায় এখন দিন গুনছেন বিশ্বজিৎ বাবু এবং তাঁর কন্যা।
 

/ Updated: Aug 24 2021, 04:24 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

 টাকা-পয়সা রয়েছে সংগ্রহ করাই তাঁর নেশা। তবে তা সাধারণ টাকা নয় এদেশ থেকে বিদেশ, তাঁর কাছে রয়েছে দেশ-বিদেশের নোট। মোট ১৮২ টি দেশের নোট এবং মুদ্রা রয়েছে তাঁর সংগ্রহে। এমনকি বাবর থেকে টিপু সুলতান-আকবরদের আমলের বহু প্রাচীন মুদ্রাও রয়েছে তাঁর ঝুলিতে। এমনই ভাবে ৩৮ বছর ধরে দেশ-বিদেশের মুদ্রা সংগ্রহ করে চলেছেন মালদহের বিশ্বজিৎ গুপ্ত। এই কাজে তাঁর সঙ্গী তাঁর কন্যা সায়ন্তি। বাবার এই মুদ্রা সংরক্ষণের জন্য একটি সংগ্রহশালা তৈরির ইচ্ছা রয়েছে, জানালেন সায়ন্তি। বিদেশে কোনও দিন ঘুরতে যেতে পারিননি তিনি। তবে বিশ্বের ১৮২ টি দেশের নোট এবং মুদ্রা রয়েছে তাঁর কাছে আর সেটাই তাঁর ভালোলাগা, জানালেন বিশ্বজিৎবাবু। দুষ্প্রাপ্য এই সব মুদ্রা ভবিষ্যত প্রজন্ম -র কাছে তুলে ধরার স্বপ্ন দেখেন বিশ্বজিৎ বাবু। তাঁর এখন একটাই লক্ষ্য একটি সংগ্রহশালা তৈরি করে এই সমস্ত মুদ্রা সংরক্ষণ করা। এমনই একটি সংগ্রহশালা তৈরির অপেক্ষায় এখন দিন গুনছেন বিশ্বজিৎ বাবু এবং তাঁর কন্যা।