Satyr Tragopan: দার্জিলিংয়ে দেখা মিলল বিরল প্রজাতির শাটায় ট্রাগোপান-এর

দার্জিলিংয়ের সিঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে দেখা মিললো বিরল প্রজাতির পাখি শাটায় ট্রাগোপান (Satyr Tragopan)এর। সিঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি ভারতবর্ষের মধ্যে অন্যতম প্রাচীন স্যাংচুয়ারি।

/ Updated: Dec 06 2021, 09:05 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দার্জিলিংয়ের সিঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে দেখা মিললো বিরল প্রজাতির পাখি শাটায় ট্রাগোপান (Satyr Tragopan)এর। সিঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি ভারতবর্ষের মধ্যে অন্যতম প্রাচীন স্যাংচুয়ারি। এখানে বিভিন্ন ধরনের পাখির সঙ্গে ভালুক লেপার্ড সহ বিভিন্ন ধরনের জন্তুর দেখা পাওয়া যায়।গত ৪ঠা ডিসেম্বর ওয়াইল্ড লাইফ কনজারভেশন ডে ছিল।সেই দিন দার্জিলিঙয়ের বনদপ্তর থেকে এক সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারের আলোচ্য বিষয় ছিল বার্ড কনজারভেশন।সেমিনারে আলোচনার মাধ্যমে জানা যায় যে বিরল প্রজাতির শাটায় ট্রাগোপান পাখির দেখা পাওয়া গেছে এই সিঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে। সোমবার একথা জানিয়ে সিঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির ডি এফ ও এসএস শেরপা বলেন এই শাটায় ট্রাগোপানকে স্থানিয় নেপালী ভাষায় মুনাল বলা হয়।বনদপ্তরে কাছে থাকা তথ্য অনুযায়ী এই শাটায় ট্রাগোপান ব্রিটিশদের সময়কালে প্রায় ১৭৮ বছর আগে এই সিঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে দেখা গিয়েছিল। বন বিভাগের কর্মীরা তিনটি পুরুষ  এবং তিনটি মহিলা প্রজাতির পাখি এই অঞ্চলে দেখতে পায়।  কি করে এই শাটায় ট্রাগোপান বা মুনালের সংখ্যা এই অঞ্চলে বাড়ানো যায় তাই নিয়ে বন দপ্তর আলোচনা শুরু করেছে। তবে পর্যটকরা বা যারা পাখি নিয়ে গবেষণা করে তাদের কাছে দার্জিলিংয়ের সিঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে বিরল প্রজাতির পাখি শাটায় ট্রাগোপান এর দেখা পাওয়া এক সুখবর বয়ে নিয়ে আসলো বলাই বাহুল্য।