মুখ না ঢাকার শাস্তি, গেঞ্জি খুলিয়ে সেটাকেই মাস্ক বানিয়ে পরাল হাওড়া পুলিশ

লকডাউনে আরও কড়া হাওড়া সিটি পুলিশ। অকারণে বাইরে বেরোলেই কপালে জুটছে অশেষ শাস্তি। কারও জুটছে লাঠির বাড়ি, কেউ আবার শাস্তি পেয়ে কাঁধে সাইকেল নিয়ে ফিরছে। তবে মাস্ক না পরায় একজনকে অভিনব শাস্তি দিল  হাওড়া সিটি পুলিশ। মাস্ক না পরার জন্য তাঁকে গেঞ্জি খুলিয়ে সেটাকেই মাস্ক হিসাবে বানিয়ে পরাল হাওড়া পুলিশ।

/ Updated: Aug 08 2020, 01:28 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


লকডাউনে আরও কড়া হাওড়া সিটি পুলিশ। অকারণে বাইরে বেরোলেই কপালে জুটছে অশেষ শাস্তি। কারও জুটছে লাঠির বাড়ি, কেউ আবার শাস্তি পেয়ে কাঁধে সাইকেল নিয়ে ফিরছে। তবে মাস্ক না পরায় একজনকে অভিনব শাস্তি দিল  হাওড়া সিটি পুলিশ। মাস্ক না পরার জন্য তাঁকে গেঞ্জি খুলিয়ে সেটাকেই মাস্ক হিসাবে বানিয়ে পরাল হাওড়া পুলিশ।

অপরদিকে, হাওড়া শহর জুড়ে বন্ধ  কল-কারখানা, বাজার-দোকান।  শুনশান রাস্তা ঘাট,জরুরী পরিষেবা ছাড়া কেউ বাইরে নেই। যদিও বিনা কারণে বাইরে বেরোলেই চলছে পুলিশের ধরপাকড়। উল্লেখ্য,  শনিবার সকাল ৬টা থেকেই শহরের বিভিন্ন রাস্তার মোড়ে অতিরিক্ত পুলিশকর্মী এবং অফিসারদের মোতায়েন করা হয়েছে।  শহরের প্রবেশ দ্বারে বিভিন্ন জায়গায় গার্ডরেল বসিয়ে চলছে নাকা-তল্লাশি। ট্র্যাফিক গার্ডের সঙ্গে রয়েছেন স্থানীয় থানার অফিসারেরাও।  তবে জরুরি প্রয়োজনে বা অসুস্থ কাউকে নিয়ে রাস্তায় বেরোলে মানবিক আচরণ করে  পুলিশকর্মীরা সেবিষয়েও রাজ্যের তরফে নির্দেশও দেওয়া হয়েছে।