তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে 'হামলা'

  • আমফান দুর্নীতির প্রতিবাদের জের
  • পঞ্চায়েত প্রধানের বাড়িতে 'হামলা'
  • রাতের অন্ধকারে নির্বিচারে চলল ভাঙচুর
  • অভিযোগের তির তৃণমূল বিধায়কের দিকে
/ Updated: Aug 13 2020, 03:10 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আমফান দুর্নীতি নিয়ে প্রতিবাদের মাশুল? রেহাই পেলেন না খোদ তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান। বাড়িতে চড়াও হয়ে রীতিমতো তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। অভিযোগের তির দলের বিধায়কের দিকেই। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাওড়ার পাঁচলায়। 

তৃণমূল পরিচালিত পাঁচলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মুজিবর রহমান। দিন কয়েক আগে আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকায় ভুয়ো নাম ঢোকানোর অভিযোগে তিনি জেলাশাসককে চিঠি দিয়েছিলেন বলে জানা গিয়েছে। বুধবার রাতে যখন মসজিদে নমাজ পড়তে গিয়েছিলেন প্রধান, তখন বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। নির্বিচার চলে ভাঙচুর, চুরি হয়ে যায় সোনা-সহ আরও বেশ কিছু সামগ্রী। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।  আক্রান্ত পঞ্চায়েত প্রধান মুজিবর রহমানের দাবি, গত দু'বছর ধরে তিনি এলাকা ছাড়া। প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য় নানাভাবে চাপ দিচ্ছেন স্থানীয় তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক। তাঁর অনুগামীরাই বাড়িতে হামলা চালিয়েছে।