সম্ভর হ্রদের চারপাশে ছড়িয়ে পরিযায়ী পাখিদের মৃত্যু মিছিল, ধন্দে পক্ষিবিদরা

জয়পুরের সম্ভর হ্রদের আশেপাশে মরে পড়ে রয়েছে হাজার হাজার পরিযায়ী পাখি। এই মৃ্ত্যু  মিছিলে ভারতীয় পাখিরা যেমন আছে তেমনি রয়েছে পরিযায়ী পাখিদের দলও। সরকারি হিসেবে মৃতের সংখ্যা হাজার খানেক জানানো হলেও স্থআনীয় বাসিন্দাদের দাবি গত কয়েকদিনে এই এলাকায় অন্তত ৫০০০ পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে। কী কারণে এই বিশাল সংখ্যক পাখির মৃত্যু হল তা নিয়ে অবশ্য ধন্দে পাখি পর্যবেক্ষকরা। হ্রদ সংলগ্ন ১২-১৩ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল প্লোভার, কমন কুট, ব্ল্যাক উইঙ্গড স্টিল্ট , নর্জান শোভালার্স, রুডি শেলডাক, পায়েজ অ্যাভোকেটের মত পাখির দল। জল বিষিয়ে গিয়ে পাখির মৃত্যু হতে পারে বলে মনে করছেন একদল বিশেষজ্ঞ। বন দফতরের পক্ষ থেকে জলের গুণমান পরীক্ষা করা হচ্ছে। উড়িয়ে দেওয়া হচ্ছে না ভাইরাল রোগের সম্ভাবনাও। তবে চিকিৎসকার মনে করছেন মৃত্যুর পিছনে রয়েছে বার্ড ফ্লু। তবে অন্য সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। দিনকয়েক আগেই এখানে শিলাবৃষ্টি হয়। 
 

/ Updated: Nov 14 2019, 12:45 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জয়পুরের সম্ভর হ্রদের আশেপাশে মরে পড়ে রয়েছে হাজার হাজার পরিযায়ী পাখি। এই মৃ্ত্যু মিছিলে ভারতীয় পাখিরা যেমন আছে তেমনি রয়েছে পরিযায়ী পাখিদের দলও। সরকারি হিসেবে মৃতের সংখ্যা হাজার খানেক জানানো হলেও স্থআনীয় বাসিন্দাদের দাবি গত কয়েকদিনে এই এলাকায় অন্তত ৫০০০ পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে। কী কারণে এই বিশাল সংখ্যক পাখির মৃত্যু হল তা নিয়ে অবশ্য ধন্দে পাখি পর্যবেক্ষকরা। হ্রদ সংলগ্ন ১২-১৩ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল প্লোভার, কমন কুট, ব্ল্যাক উইঙ্গড স্টিল্ট , নর্জান শোভালার্স, রুডি শেলডাক, পায়েজ অ্যাভোকেটের মত পাখির দল। জল বিষিয়ে গিয়ে পাখির মৃত্যু হতে পারে বলে মনে করছেন একদল বিশেষজ্ঞ। বন দফতরের পক্ষ থেকে জলের গুণমান পরীক্ষা করা হচ্ছে। উড়িয়ে দেওয়া হচ্ছে না ভাইরাল রোগের সম্ভাবনাও। তবে চিকিৎসকার মনে করছেন মৃত্যুর পিছনে রয়েছে বার্ড ফ্লু। তবে অন্য সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। দিনকয়েক আগেই এখানে শিলাবৃষ্টি হয়।