Flood in Chennai: বানভাসি চেন্নাইয়ে বন্ধ ১১ টি ভূগর্ভস্থ পথ

টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তামিলনাড়ুতে (Tamil nadu)। বন্যায় ভাসছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়েরও (Chennai) একাধিক জায়গা। জল ঠেলেই সেখানে চলছে দৈনন্দিন কাজ। সেখানকার প্লাবিত এলাকা ঘুরে দেখেতে আগেই দেখা যায় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে (M.K Stalin)। তাঁর সঙ্গে ছিলেন প্রশাসনের আধিকারিকরাও। জলার তলায় সেখানকার অধিকাংশ রাস্তা। জল ঠেলেই সেখানে চলছে দৈনন্দিন কাজ। বানভাসি চেন্নাইয়ে বন্ধ ১১ টি ভূগর্ভস্থ পথ। প্রসঙ্গত, শনিবার সকাল থেকে টানা বৃ্ষ্টির জেরে চেন্নাইয়ের বহু জায়গা জলের তলায় চলে যায়। ১০ থেকে ১১ তারিখ পর্যন্ত সেখানে বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল। লাল সতর্কতাও জারি হয় সেখানে। জানা গিয়েছে গত ছ’ বছরে এত বৃষ্টি (Rain) হয়নি সেখানে। আবহাওয়া দফতর থেকেই এমনটা জানিয়েছে বলে জানা গিয়েছে। অতিবৃষ্টির জেরে সেখানকার নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে। সেখানে শহরের একাধিক রাস্তা জলমগ্ন। জল ঠেলেই সেখানে দৈনন্দিন কাজ চলছে। 

/ Updated: Nov 11 2021, 04:45 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তামিলনাড়ুতে (Tamil nadu)। বন্যায় ভাসছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়েরও (Chennai) একাধিক জায়গা। জল ঠেলেই সেখানে চলছে দৈনন্দিন কাজ। সেখানকার প্লাবিত এলাকা ঘুরে দেখেতে আগেই দেখা যায় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে (M.K Stalin)। তাঁর সঙ্গে ছিলেন প্রশাসনের আধিকারিকরাও। জলার তলায় সেখানকার অধিকাংশ রাস্তা। জল ঠেলেই সেখানে চলছে দৈনন্দিন কাজ। বানভাসি চেন্নাইয়ে বন্ধ ১১ টি ভূগর্ভস্থ পথ। প্রসঙ্গত, শনিবার সকাল থেকে টানা বৃ্ষ্টির জেরে চেন্নাইয়ের বহু জায়গা জলের তলায় চলে যায়। ১০ থেকে ১১ তারিখ পর্যন্ত সেখানে বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল। লাল সতর্কতাও জারি হয় সেখানে। জানা গিয়েছে গত ছ’ বছরে এত বৃষ্টি (Rain) হয়নি সেখানে। আবহাওয়া দফতর থেকেই এমনটা জানিয়েছে বলে জানা গিয়েছে। অতিবৃষ্টির জেরে সেখানকার নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে। সেখানে শহরের একাধিক রাস্তা জলমগ্ন। জল ঠেলেই সেখানে দৈনন্দিন কাজ চলছে।