Asianet News BanglaAsianet News Bangla

ধরমশালায় চতু্র্দশ বৌদ্ধ সম্মেলন, হাজিরা দিলেন দলাই লামাও

Nov 30, 2019, 6:47 PM IST

হিমাচলপ্রদেশের ধরমশালায় বাস করেন লক্ষাধিক তিব্বতি শরণার্থী। সেখানেই এবার অনুষ্ঠিত হল চতুর্দশ বৌদ্ধ সম্মেলন। এই সম্মেলনে এসেছিলেন বিশ্বের নানা প্রান্তের বৌদ্ধ মঠের সন্ন্যাসী ও ভিক্ষুরা। উপস্থিত ছিলেন তিব্বতীদের ধর্মগুরু দলাই লামাও। সম্মেলনে দলাই লামার পুনর্জন্মের মত বিষয় নিয়েও আলোচনা করা হয়।