দু'দিনে ১৮ কোটি, ছোট্ট একরত্তির বিরল রোগের চিকিৎসার জন্য পাশে দাঁড়াল কেরলের মানুষ

  • বিরল রোগে আক্রান্ত কেরলের মাত্তুল গ্রামের ছোট্ট মহম্মদ
  • সারা শরীরে যন্ত্রণায় কাতরে ওঠে ছোট্ট মহম্মদ
  • ছোট্ট মহম্মদের চিকিৎসার জন্য ২ দিনে উঠেছে ১৮ কোটি টাকা
  • এখন মহম্মদের সুস্থ হয়ে ওঠার কামনাই করছে করলের মানুষ
/ Updated: Jul 06 2021, 10:00 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিরল রোগে আক্রান্ত কেরলের কন্নুরের মাত্তুল গ্রামের ছোট্ট মহম্মদ। সারা শরীরে যন্ত্রণায় কাতরে উঠে ছোট্ট মহম্মদ। এশিয়ানেট নিউজে প্রচারিত হয়েছিল সেই খবর। ছোট্ট মহম্মদের চিকিৎসায় ২ দিনে উঠেছে ১৮ কোটি টাকা। মাত্র দেড় বছর বয়স মহম্মদের, স্পাইনাল মাসকুলার অট্রোফি-তে আক্রান্ত সে। এটা অতি এক বিরল জিন ঘটিত রোগ, যা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আঘাত করে। পেরিফেরাল নার্ভাস সিস্টেম ও ভলিন্টিয়ারি মাসল মুভমেন্টেও প্রভাব ফেলে এই রোগ। মহম্মদের দিদি ১৪ বছরের আফ্রাও একই রোগে আক্রান্ত, এখন সে হুইলচেয়ারে বন্দি। জোলগেনস্মা এই ধরনের রোগ প্রতিরোধে একটি কার্যকরি ওষুধ, কিন্তু মহম্মদের পরিবারের পক্ষে এটা অতি ব্যয়সাপেক্ষ। ভাই-এর জীবন বাঁচাতে সকলের কাছে কান্না ভেজা স্বরে আবেদন করেছিল আফ্রা। আফ্রা-র আর্জি শুনে এগিয়ে এসেছে অসংখ্য মানুষ, তাদের সাহায্যে ২ দিনে সংগ্রহ হয়েছে ১৮কোটি টাকা।