শৌচালয়েই ঠাঁই, রান্না-বান্না-খাওয়া, বাহাত্তুরে বুড়ি এতই দুর্ভাগা, দেখুন

  • কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা বারবার বলেন মোদীর ভারতে সবাই ভালো আছে
  • সেই 'নতুন ভারত'-এ একটি মানুষের নিদারুণ যাপনচিত্র উঠে এল
  • ৭২ বছর বয়সের আদিবাসী বৃদ্ধার ঠাঁই হয়েছে গ্রামের শৌচালয়ে
  • তার ভিতরেই রান্না, খাওয়া, ঘুম সব করেন তিনি
/ Updated: Dec 11 2019, 05:38 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বুধবার ১৩০ কোটি ভারতবাসীর ছাতি চওড়া করে ধুতি পাঞ্জাবি পরে নোবেল পুরস্কার নিলেন অর্থনীতিবিদ অভিজিৎ বন্দোপাধ্যায়। নোবেল পাওয়ার খবর প্রকাশিত হওয়ার পরই তিনি বলেছিলেন ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে অর্থনৈতিক বৈষম্য কমানোর সুপারিশ করেছিলেন। কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা বারবার 'নতুন ভারত'-এর স্বপ্ন দেখিয়ে বলেছেন ভারত বদলে গিয়েছে। গান্ধীদের সময় একটি পরিবারের হাতেই সব যেত। মোদীর ভারতে সবাই ভালো আছে। সেই নতুন ভারত-এ মানুষের এক নিদারুণ যাপনচিত্র উঠে এল ওড়িশার ময়ূরভঞ্জ জেলা থেকে। ৭২ বছর বয়সের এক আদিবাসী মহিলা রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার, কারোর কাছ থেকেই সাহায্য পাননি। গত তিন বছর ধরে তাঁর বাড়ি বলতে কনিকা গ্রামের প্রশাসনের তৈরি করে দেওয়া শৌচালয়। তার ভিতরেই রান্না, খাওয়া, ঘুম সব করেন তিনি। তার বাকি পরিবার ঘুমায় খোলা আকাশের নিচে।