১৭ দিনে পারি ৪৮০ কিলোমিটার, আইয়প্পার তীর্থে চলেছেন স্বয়ং 'ধর্ম', দেখুন
মহাভারতের একেবারে শেষে পঞ্চপাণ্ডবের সঙ্গে মহাপ্রস্থানের পথে সঙ্গী হয়েছিল একটি কুকুর। পরে জানা গিয়েছিল, কুকুরটি আসলে স্বয়ং ধর্মরাজ। এবার কেরলের শবরীমালা মন্দিরে আইয়প্পার থানে তীর্থযাত্রায় যেন সামিল হয়েছে সেই ধর্মরাজ-ই। আইয়প্পার দর্শন পেতে অন্ধ্রপ্রদেশের তিরুমালা থেকে তীর্থে আসা ১৩ জন আয়াপ্পান ভক্তের একটি দলের সঙ্গে পিছনে পিছনে গত ১৭ দিনে ৪৮৮ কিলোমিটার পারি দিয়েছে এই কুকুরটি। বর্তমানে তাঁরা কর্নাটকের চিক্কামাগালুরু জেলার কট্টিগেহারায় এসে পৌঁছেছেন। তীর্থযাত্রীরা জানিয়েছেন প্রথমে তাঁরা কুকুরটিকে খেয়াল করেননি। একদিন যাওয়ার পর লক্ষ্য করেন, তাঁদের পিছন পিছনই চলেছে সে। তারপর থেকে কুকুরটিকেও তাঁদের দলের সঙ্গী করে নিয়েছেন তাঁরা। নিজেদের জন্য যে খাওয়ার রা্না করছেন, তাই খাওয়াচ্ছেন কুকুরটিকে। জানিয়েছেন, প্রতি বছরই তাঁরা বছরের এই সময়ে শবরীমাবলা মন্দিরে তীর্থ করতে যান। কিন্তু এমন অভিজ্ঞতা আগে হয়নি।
মহাভারতের একেবারে শেষে পঞ্চপাণ্ডবের সঙ্গে মহাপ্রস্থানের পথে সঙ্গী হয়েছিল একটি কুকুর। পরে জানা গিয়েছিল, কুকুরটি আসলে স্বয়ং ধর্মরাজ। এবার কেরলের শবরীমালা মন্দিরে আইয়প্পার থানে তীর্থযাত্রায় যেন সামিল হয়েছে সেই ধর্মরাজ-ই। আইয়প্পার দর্শন পেতে অন্ধ্রপ্রদেশের তিরুমালা থেকে তীর্থে আসা ১৩ জন আয়াপ্পান ভক্তের একটি দলের সঙ্গে পিছনে পিছনে গত ১৭ দিনে ৪৮৮ কিলোমিটার পারি দিয়েছে এই কুকুরটি। বর্তমানে তাঁরা কর্নাটকের চিক্কামাগালুরু জেলার কট্টিগেহারায় এসে পৌঁছেছেন। তীর্থযাত্রীরা জানিয়েছেন প্রথমে তাঁরা কুকুরটিকে খেয়াল করেননি। একদিন যাওয়ার পর লক্ষ্য করেন, তাঁদের পিছন পিছনই চলেছে সে। তারপর থেকে কুকুরটিকেও তাঁদের দলের সঙ্গী করে নিয়েছেন তাঁরা। নিজেদের জন্য যে খাওয়ার রা্না করছেন, তাই খাওয়াচ্ছেন কুকুরটিকে। জানিয়েছেন, প্রতি বছরই তাঁরা বছরের এই সময়ে শবরীমাবলা মন্দিরে তীর্থ করতে যান। কিন্তু এমন অভিজ্ঞতা আগে হয়নি।