কারেন্ট না থাকায় অন্ধকার হাসপাতালে মোবাইল ফ্ল্যাশের আলোয় সন্তানের জন্ম দিলেন মা
মোবাইল ফ্ল্যাশের আলোয় সন্তান প্রসব মা-এর। এবার এমনই ঘটনার সাক্ষ্মী থাকল অন্ধ্রপ্রদেশের নারসিপতনম হাসপাতাল। বুধবার তখন বাজে রাত ১১টা, কারেন্ট না থাকায় অন্ধকারাচ্ছন্ন গোটা হাসপাতাল। এমন সময় প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে হাজির হন এক মহিলা।
মোবাইল ফ্ল্যাশের আলোয় সন্তান প্রসব মা-এর। এবার এমনই ঘটনার সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশের নারসিপতনম হাসপাতাল। বুধবার তখন বাজে রাত ১১টা, কারেন্ট না থাকায় অন্ধকারাচ্ছন্ন তখন গোটা হাসপাতাল চত্বর। এমন সময় প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে হাজির হন এক মহিলা। একেই কারেন্ট নেই অন্যদিকে সেই সময়েই কাজ করছিল না জেনারেটরও। জেনারেটর না চলায় সম্পূর্ণ হাসপাতাল তখন অন্ধকার। এদিকে মহিলার প্রসব যন্ত্রণা ক্রমেই বাড়তে থাকে। প্রসব যন্ত্রনায় তখন ছটফট করছেন মহিলা। বাধ্য হয়েই কোনও উপায় না পেয়ে মোবাইলের আলো এবং মোমবাতির আলোয় মহিলা জন্মদেন এক ফুটফুটে সন্তানের। জানা গিয়েছে মহিলা এবং তাঁর সন্তান দু'জনেই এখন ভালো আছেন। জানা গিয়েছে, বিদ্যুতের তীব্র ঘাটতির কারণে অন্ধ্রপ্রদেশে হামেশাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। আর এদিনও ঠিক তেমনটাই ঘটেছিল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিদ্যুৎ বিভাগ ও স্বাস্থ্য দফতর একে অপরকে দোষারোপ করতে শুরু করেছে।