অবিলম্বে চিনা পণ্য বয়কট করা উচিত, আওয়াজ তুললেন পায়েল ও সংগ্রাম

  • লাদাখ ইস্যুতে চিন-কে তুলোধনা পায়েল ও সংগ্রামের 
  • অভিনেত্রী পায়েল চিনের কড়া সমালোচনা করেছেন 
  • চিনা পণ্য বয়কটেরও ডাক দিয়েছেন কুস্তীগির সংগ্রাম সিং
  • চিন-কে উপযুক্ত জবাব দেওয়া দরকার বলেও মনে করছেন এরা

/ Updated: Jun 23 2020, 08:47 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চিনা পণ্য বয়কটের ডাক দিলেন অভিনেত্রী পায়েল রোহাতগি। লাদাখের গালওয়ান ভ্যালি-তে যেভাবে চিনের হানাদার ফৌজ ভারতীয় ভূখণ্ডে ঢুকে সেনাবাহিনীর উপরে হামলাা করেছে তার কড়া সমালোচনা করেছেন তিনি। তিনি জানিয়েছেন, চিন ভেবেছিল এবার ভারত হয়তো প্রত্যুত্তর দিতে পারবে না। কিন্তু ওরা বুঝে গিয়েছে এই ভারতীয় সেনাবাহিনী অনেকবেশি শক্তিশালী এবং আরও বেশি মানসিকভাবে সক্ষম। চিন যেভাবে আগ্রাসন বাড়ানোর চেষ্টা করছে তাতে তাদের ভাতে মারতে হবে বলেও মত প্রকাশ করেছেন পায়েল। আর সেইজন্য যে কোনও ধরনের চিনা পণ্য ব্যবহার বন্ধ এবং কেনা-র উপর নিষেধাজ্ঞা জারির পক্ষে সওয়াল করেছেন তিনি। এদিকে, কুস্তিগীর সংগ্রাম সিং-ও কড়া ভাষায় চিনকে আক্রমণ করেছেন। তিনি জানিয়েছেন, ঘরে যে সব চিনা পণ্য রয়েছে তা অবিলম্বে বাইরে ছুঁড়ে ফেলুন।