Tiger Caught In Wayanad : একমাসের 'আতঙ্ক'র অবসান, অবশেষে ওয়ানাড়ে ফাঁদ পেতে ধরা হল বাঘ

বাঘের আতঙ্কে গোটা গ্রাম। গত একমাসে ১৩টি গৃহপালিত পশুকে শিকার করেছে। ১০ বছর বয়সী এই বাঘের আতঙ্কে গোটা জেলা। কেরালার ওয়েনার জেলার চিরাল-এর ঘটনা। গত একমাসের 'আতঙ্ক'র অবসান। আজই বাঘটিকে টোপ দিয়ে খাঁচা বন্দী করে বনদপ্তর। বাঘটি কেন লোকালয়ে ঢুকে পড়েছিল, তদন্ত করছে বনদপ্তর। তবে বাঘটির একটি দাঁত আঘাতগ্রস্থ। বাঘটিকে চিরালের তোতামুলা জঙ্গলে ফাঁদ পেতে ধরা হয়। খাঁচা বন্দী বাঘটি পুরুষ বাঘ। বাঘটিকে কেরালার ওয়েনার-এর বাতেরি-তে নিয়ে যাওয়া হয়েছে। 

/ Updated: Oct 28 2022, 12:03 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাঘের আতঙ্কে গোটা গ্রাম। গত একমাসে ১৩টি গৃহপালিত পশুকে শিকার করেছে। ১০ বছর বয়সী এই বাঘের আতঙ্কে গোটা জেলা। কেরালার ওয়েনার জেলার চিরাল-এর ঘটনা। গত একমাসের 'আতঙ্ক'র অবসান। আজই বাঘটিকে টোপ দিয়ে খাঁচা বন্দী করে বনদপ্তর। বাঘটি কেন লোকালয়ে ঢুকে পড়েছিল, তদন্ত করছে বনদপ্তর। তবে বাঘটির একটি দাঁত আঘাতগ্রস্থ। বাঘটিকে চিরালের তোতামুলা জঙ্গলে ফাঁদ পেতে ধরা হয়। খাঁচা বন্দী বাঘটি পুরুষ বাঘ। বাঘটিকে কেরালার ওয়েনার-এর বাতেরি-তে নিয়ে যাওয়া হয়েছে।