উদ্ধারকাজে এনডিআরএফ নামার পর খোঁজ মিলল আসানসোলের খনিতে আটকে পড়া গ্রামবাসীদের, দেখুন ভিডিও


আসানসোলের কুলটির বেআইনি কয়লাখনিতে নেমে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৩ গ্রামবাসী। ঘটনাটা ঘটেছিল গত ১৩ অক্টোবর। তারপর থেকে স্থানীয় ভাবে উদ্ধার কাজ চালান হলেও সন্ধান মিলছিল না কারও। বিষাক্ত মিথেন গ্যাসের প্রভাবেই তাঁরা আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছিল। শেষপর্যন্ত ময়দানে নামতে হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। সন্ধান মেলে আটকে পড়া তিন গ্রামবাসীরই। যদিও তাঁরা কেউই আর জীবিত নেই। শুক্রবার খনি থেকে তাঁদের দেহ বের করে আনে এনডিআরএফ। বিষাক্ত গ্যাসেই দম আটকে তিন গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। 
 

/ Updated: Oct 18 2019, 05:27 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


আসানসোলের কুলটির বেআইনি কয়লাখনিতে নেমে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৩ গ্রামবাসী। ঘটনাটা ঘটেছিল গত ১৩ অক্টোবর। তারপর থেকে স্থানীয় ভাবে উদ্ধার কাজ চালান হলেও সন্ধান মিলছিল না কারও। বিষাক্ত মিথেন গ্যাসের প্রভাবেই তাঁরা আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছিল। শেষপর্যন্ত ময়দানে নামতে হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। সন্ধান মেলে আটকে পড়া তিন গ্রামবাসীরই। যদিও তাঁরা কেউই আর জীবিত নেই। শুক্রবার খনি থেকে তাঁদের দেহ বের করে আনে এনডিআরএফ। বিষাক্ত গ্যাসেই দম আটকে তিন গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।