Tripura: উত্তপ্ত ত্রিপুরা, তৃণমূল কংগ্রেস প্রার্থীকে চ্যাংদোলা করে বার করল পুলিশ

পৌরসভা নির্বাচনের আগে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ত্রিপুরা। সেখানে বারবার তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠছে। এবার তৃণমূল কংগ্রেস প্রার্থীকে চ্যাংদোলা করে বার করল পুলিশ। এরপরে  তৃণমূল প্রার্থী পান্না দেবকে গ্রেফতরা করা হয় বলে অভিযোগ।

/ Updated: Nov 15 2021, 08:53 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পৌরসভা নির্বাচনের আগে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ত্রিপুরা (Tripura)। সেখানে বারবার তৃণমূলের (Trinamool Congress) ওপর হামলার অভিযোগ উঠছে। এবার তৃণমূল কংগ্রেস প্রার্থীকে চ্যাংদোলা করে বার করল পুলিশ। এরপরে  তৃণমূল প্রার্থী পান্না দেবকে গ্রেফতরা করা হয় বলে অভিযোগ। আগরতলা (Agartala) পৌরনিগমের ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী এই পান্না দেব (Panna deb)। পুলিশের (Police) কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার কিছুক্ষণের মধ্যে অবশ্য জামিনও পেয়েযান তিনি। তাঁকে চ্যাংদোলা করার ভিডিও প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে। অভিযোগ পান্না দেব-কে ডোর টু ডোর প্রচারে বাধা দিচ্ছে শাসক দল। সেই অভিযোগ পূর্ব থানায় জানিয়েও কাজ হয়নি। অগত্যা এসপির (SP) সঙ্গে দেখা করতে গেলে তাঁকে চ্যাংদলা করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।