Asianet News BanglaAsianet News Bangla

বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন আমীর-কিরণ, নজরে এই মুহূর্তের কিছু বড় খবর

  • রাতের অন্ধকারে লেকটাউনে আগুন
  • গ্রেফতার দেবাঞ্জনের আরও এক সহযোগী
  • ৫ লক্ষের নীচে নামল দৈনিক করোনা সংক্রমণ
  • মহার্ঘ পেট্রোল, কলকাতায় ১০০ ছুঁইছুঁই
Jul 3, 2021, 8:58 PM IST

রাতের অন্ধকারে লেকটাউনের মিনি-জয়া সিনেমা হলে আগুন। যার জেরে প্রায় ভস্মিভূত হয়ে গেল মিনি-জয়া সিনেমা হল। এক মহিলা সহ অগ্নিদগ্ধ ২ জন। দমকলের ১৫ টি ইঞ্জিন আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভুয়ো টিকা কাণ্ডে গ্রেফতার দেবাঞ্জন দেবের আরও এক সহযোগী। ধৃতের নাম ইন্দ্রজিৎ সাউ। দেবাঞ্জনের সংস্থাতেই কাজ করতেন তিনি। এছাড়া পুলিশের দাবি, সিটি কলেজে যে ভুয়ো টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছিল তা ইন্দ্রজিৎই আয়োজন করেছিলেন। দেশে করোনার দৈনিক সংক্রমণের গতি ফের নিম্নমুখী। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ১১১ জন। শনিবার নতুন করে পেট্রোলের দাম বাড়েনি কলকাতায়। কলকাতায় এখন পেট্রোলের দাম ৯৯.০৪ টাকা, ডিজেল ৯২.০৩ টাকা। তবে উত্তরবঙ্গের দুটি জেলায় পেট্রোলের দাম ১০০ পেরলো। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন আমির খান এবং কিরণ রাও। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। শনিবার সকালে নেটমাধ্যমে একটি বিবৃতি জারি করে তেমনটাই জানালেন আমির খান এবং কিরণ রাও। ৩ দিনেও বদলালো না ছবি। বাস পেতে চরম ভোগান্তির সম্মুখিন হতে হচ্ছে নিত্য যাত্রীদের। প্রাণের ঝুঁকি নিয়ে ভীড় বাসেই যাতায়াত করতে হচ্ছে নিত্য যাত্রীদের। শুক্রবার রাতে, কলকাতা পুলিশের গোপন তল্লাশি অভিযানের পর, ১৬টি বোমা ও বোমা তৈরির প্রচুর মশলা উদ্ধার হয়েছে আনন্দপুরের গুলশন কলোনির একটি বাড়ি থেকে। ঘটনাস্থল থেকে চারজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পশ্চিমবঙ্গের উপর দিয়ে অবস্থান করছে নীম্নচাপ অক্ষরেখা। নীম্নচাপের প্রভাবে ফের বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। উত্তরবঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির সম্ভাবনা। আবারও কলকাতার বুকে বাইক পাচার চক্রের হদিস মিলল। শুক্রবার রাতে এই চক্রের সঙ্গে জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। শনিবার অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।