শুরু হল বর্ণময় ডুইজিং উৎসব, আই নদীর পারে পর্যটকদের ভিড়


অসমের চিরাঙ এখন মেতে রয়েছে বার্ষিক ডুইজিং উৎসবকে ঘিরে। আই নদীর পারে আয়োজন করা হয়েছে বার্ণাঢ্য কর্মসূচির। গত ২৭ ডিসেম্বর শুরু হয়েছে উৎসবের। চলবে ১২দিন ধরে।

/ Updated: Jan 02 2020, 05:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অসমের চিরাঙ এখন মেতে রয়েছে বার্ষিক ডুইজিং উৎসবকে ঘিরে। আই নদীর পারে আয়োজন করা হয়েছে বার্ণাঢ্য কর্মসূচির। গত ২৭ ডিসেম্বর শুরু হয়েছে উৎসবের। চলবে ১২দিন ধরে। উৎসবে যোগ দিতে দেশ-বিদেশ থেকে এসেছেন বহু পর্যটক। স্থানীয় জিনিসপত্রে সেজে উঠেছে উৎসবপ্রাঙ্গন। রয়েছে স্থানীয় খাবারের বিপুল আয়োজনও। ডুইজিং উৎসবকে ঘিরে আই নদীতে  নৌকাবিহারে মেতেছেন  পর্যটকরা। পর্যটনকে উৎসাহ দিতেই সরকারের পক্ষ থেকে ডুইজিং উৎসবের আয়োজন করা হয় প্রতিবছর।