রাজীব গন্ধী -র মৃত্যু দিবসে দেশজুড়ে পালিত হল সন্ত্রাস বিরোধী দিবস

  • ২১ মে দিনটি প্রতিবছর সন্ত্রাস বিরোধী দিবস হিসাবে পালিত হয়
  • ৩০ বছর আগে এই দিনেই মৃত্যু হয়েছিল রাজীব গান্ধী -র
  • মালা পরানোর ছলে খুন করা হয় রাজীব গান্ধী -কে
  • এরপর থেকেই ২১ মে দিনটি সন্ত্রাস বিরোধী দিবস হিসাবে পালিত হয়ে আসছে
/ Updated: May 21 2021, 09:08 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গত ৩০ বছর ধরে ২১ মে দিনটি সন্ত্রাস বিরোধী দিবস হিসাবে পালিত হয়ে আসছে। ১৯৯১ সালের এই দিনেই মৃত্যু বরণ করেছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ১৯৯১ সালে আজকের দিনেই সেই ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী হয়েছিল গোটা ভারতবর্ষ। মালা পরানোর ছলে খুন করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী -কে। সেখানে নিহত হন রাজীবগান্ধী সহ আরও ১৬ জন। এরপর থেকেই ২১ মে দিনটি সন্ত্রাস বিরোধী দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এবছর করোনা আবহেও তার অন্যথা হয়নি, সন্ত্রাস বিরোধী দিবস উপলক্ষে একটি বিশেষ টুইট করেছেন ভারতের উপ রাষ্ট্রপতি। এছাড়াও ভারতীয় সেনার পক্ষ থেকে একটি বিশেষ পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।