ফের বিপজ্জনক দিল্লির বাতাস, কবে ফের শান্তিতে শ্বাস নেওয়া যাবে, দিন গুনছেন বাসিন্দারা

দিল্লি এবং এনসিআর অঞ্চলের বায়ুর গুণমান সূচক বুধবার ফের 'বিপজ্জনক' অবস্থায় পৌঁছে গিয়েছে। গত দুইদিন বাতাসের গুণমান কিছুটা ভালো হয়েছিল। এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকার্স্টিং অ্যান্ড রিসার্চ (এসএএফএআর) জানিয়েছে, বুধবার সকাল ৭টায় রাজধানীর সামগ্রিক বায়ুর গুণমান ছিল ৪৬৭। দিল্লি ছাড়া এনসিআর অঞ্চলের মধ্যে বাতাসার গুণমান নয়ডায় ছিল ৪৭২, গ্রেটার নয়ডায় ৪৫৮ এবং ফরিদাবাদে ৪৪১। কবে আবার শান্তিতে শ্বাস নিতে পারবেন, সেই আশায় দিন গুনছেন দিল্লিববাসী।

 

/ Updated: Nov 13 2019, 09:46 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দিল্লি এবং এনসিআর অঞ্চলের বায়ুর গুণমান সূচক বুধবার ফের 'বিপজ্জনক' অবস্থায় পৌঁছে গিয়েছে। গত দুইদিন বাতাসের গুণমান কিছুটা ভালো হয়েছিল। এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকার্স্টিং অ্যান্ড রিসার্চ (এসএএফএআর) জানিয়েছে, বুধবার সকাল ৭টায় রাজধানীর সামগ্রিক বায়ুর গুণমান ছিল ৪৬৭। দিল্লি ছাড়া এনসিআর অঞ্চলের মধ্যে বাতাসার গুণমান নয়ডায় ছিল ৪৭২, গ্রেটার নয়ডায় ৪৫৮ এবং ফরিদাবাদে ৪৪১। কবে আবার শান্তিতে শ্বাস নিতে পারবেন, সেই আশায় দিন গুনছেন দিল্লিববাসী।