'কোরানেও গেরুয়া রঙের কথা বলা হয়েছে', বললেন আরিফ মহম্মদ খান
'হিজাব-এর কথা কোনওভাবেই কোরানে উল্লেখ নেই'। 'হিজাব ও বোরখা কোনওভাবেই এক জিনিস নয়', এশিয়ানেট নিউজের একান্ত সাক্ষাৎকারে অকপট আরিফ । 'মুসলিম সমাজে একাধিক পোশাককে মহিলাদের সঙ্গে জোড়া হয়েছে'।
'হিজাব-এর কথা কোনওভাবেই কোরানে উল্লেখ নেই'। 'হিজাব ও বোরখা কোনওভাবেই এক জিনিস নয়', এশিয়ানেট নিউজের একান্ত সাক্ষাৎকারে অকপট আরিফ । 'মুসলিম সমাজে একাধিক পোশাককে মহিলাদের সঙ্গে জোড়া হয়েছে'। 'এরমধ্যে হিজাবকেও রাখা হয়েছে, কিন্তু কোরানে এর উল্লেখ নেই'। এই কথাই বাইবেলেও লেখা রয়েছে। গেরুয়া রঙ ত্যাগের প্রতিক, বললেন আরিফ মহম্মদ খান। 'কোরানেও গেরুয়া রঙের কথা বলা হয়েছে'। 'এমনকী স্কার্ফের রঙও গেরুয়া হওয়ার কথা বলা হয়েছে'। এই গেরুয়া রঙ নিয়েই চলছে বিতর্ক, বললেন আরিফ মহম্মদ খান 'কোরানে খিমার-এর কথা বলা হয়েছে, এর মানে স্কার্ফ'। 'এই স্কার্ফ মহিলাদের গলায় ঝুলিয়ে নিয়ে চলার কথা'। 'এমনকী স্কার্ফের রঙও গেরুয়া হওয়ার কথা বলা হয়েছে'। 'অথচ গেরুয়া রঙ মানেই বিতর্ক শুরু হয়ে যায়'। 'কোরান বলছে গেরুয়া রঙ হল চোখের পরশমণি'। 'কিন্তু মুসলিম ইস্যু তুলে এই নিয়েও বিতর্ক হয়'। অকপট সাক্ষাৎকারে বললেন আরিফ মহম্মদ খান।