আরও শক্তি বাড়াচ্ছে ভারত, ফ্রান্স থেকে উড়ে এসে ভারতের মাটি ছুঁল ৩ টি যুদ্ধ বিমান

  • ভারতের মাটি ছুঁল তিনটি রাফেল বিমান
  • যা ভারতকে আরও শক্তিশালী করে তুলেছে
  • মোট ৩৬ টি বিমানের চুক্তি হয়েছে ভারতের সঙ্গে ফ্রান্সের
  • ২০২৩ সালের মধ্যে সব কটি বিমান চলে আসবে ভারতে  
     
/ Updated: Nov 05 2020, 07:29 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আরও শক্তি বাড়াচ্ছে ভারত। এবার ভারতের মাটিতে স্পর্শ করল রাফাল যুদ্ধ বিমানের দ্বিতীয় ব্যচটি। মোট তিনটি রাফাল যুদ্ধ বিমান এল ভারতে। ফ্রান্স থেকে উড়ে এসেছে এই যুদ্ধ বিমান গুলি। ভারতীয় বায়ুসেনার তরফ থেকে বুধবারে এই খবরটি জানানো হয় সোশ্যাল মিডিয়ায়। ফ্রান্স থেকে ৫৯ হাজার কোটি টাকার বিনিময়ে কেনা হচ্ছে এই বিমান গুলি। মোট ৩৬ টি বিমান কেনার চুক্তি হয়েছে ভারতের সঙ্গে ফ্রান্সের। প্রায় ২৩ বছর আগে ফ্রান্সের সঙ্গে চুক্তি হয়েছিল ভারতের। যার ৫ টি বিমান এসেছে গত জলুই মাসে। এবার আরও ৩ টি বিমান এল ভারতে। সাত হাজার কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে এসেছে এই বিমান গুলি। ২০২৩ সালের মধ্যে সব কটি বিমান ভারতে চলে আসবে যা আরও শক্তিশালী করে তুলবে ভারতকে।