সপ্তাহের শুরুতে ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, এক নজরে সংবাদ শিরোনাম

  • ট্রলার উল্টে মৃত ১, নিখোঁজ ৩
  • বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ
  • ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের
  • মুম্বইয়ের পার্কিং লটে ধস
/ Updated: Jun 14 2021, 12:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নন্দীগ্রামের কেন্দামারির গঙ্গামেলার ঘাটে মাছ ধরার ট্রলার উল্টে মৃত ১, নিখোঁজ ৩। সোমবার সকালে নন্দীগ্রামের কাঁটাখালিতে ২ জনের দেহ উদ্ধার হয় এখনো নিখোঁজ রয়েছে একজন। বিজেপিতে ফের ভাঙন। হরিশ্চন্দ্রপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অমল চন্দ্র সাহা। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে গিয়েই তিনি তৃণমূলে যোগদান করেন। সপ্তাহের শুরুতে ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৮ পয়সা বেড়ে হল ৯৬ টাকা ৩৪ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ২৯ পয়সা বেড়ে হল ৯০ টাকা ১২ পয়সা।  ভরা বর্ষায় মুম্বইয়ে চলছে মুষলধারে বৃষ্টি। আর এই বৃষ্টির মাঝেই ঘটল বিপত্তী। মুষলধারে বৃষ্টির মধ্যে হঠাত্‍ই পার্কিং লটে ধস নেমে ভিতরে ঢুকে গেল আস্ত একটা গাড়ি। পার্কংলটের নীচে ছিল ওয়াটার রিজার্ভার তারই মধ্যে ঢুকে যায় গাড়িটি। কলকাতায় আজ সারাদিন আকাশ থাকবে আংশিক মেঘলা, থাকছে বৃষ্টির সম্ভবনা। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৭ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৩ ডিগ্রি। রাজ্যে আরও কমল দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে ১ দিনে করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৮৪ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৬১ হাজার ২৫৭। খেলা চলাকালীন মাঠের মধ্যে আচমকা লুটিয়ে পড়তে দেখা যায় ডেনমার্কের সেরা তারকা, ক্রিস্তিয়ান এরিকসেনকে। সঙ্গে সঙ্গেই প্রায় শুরু হয়ে যায় তাঁর চিকিৎসা। আপাতত স্থিতিশীল এরিকসেন জানাচ্ছেন চিকিৎসকরা। লোকাল ট্রেন চালু করা নিয়ে রাজ্যকে চিঠি রেলের। রাজ্যকে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের চিঠি। লোকাল ট্রেন না থাকায় স্টাফ স্পেশাল ট্রেনে বাড়ছে ভিড় জানাচ্ছে রেল। কুণাল ঘোষের পর এবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যু সংবাদ পেয়েই ছুটে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।