অবসরের আগেই ঐতিহাসিক রায়দান, রঞ্জনের তৎপরতাতেই মিটল বিতর্ক

আগামী ১৭ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন রঞ্জন গগৈ। তার আগে সমাধান করে দিয়ে গেলেন দেশের সবচেয়ে প্রাচীন ও বিতর্কিত জমি মামলার। অবসরের আগেই তিনি অযোধ্যা মামলার রায় দিতে চান বলে ইচ্ছে প্রকাশ করেছিলেন  রঞ্জন গগৈই।  সেই মত  প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি চলছিল। গত ৬ অগস্ট থেকে এই মামলার দৈনিক শুনানি চলে। ১৬ অক্টোবর শেষ হয় মামলার শুনানি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও সাংবিধানিক বেঞ্চের অংশ ছিলেন বিচারপতি এসএ বোবদে, বিচারপতি ডিওয়াই চন্দ্রুচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি আব্দুল নাজির। 

/ Updated: Nov 09 2019, 04:46 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আগামী ১৭ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন রঞ্জন গগৈ। তার আগে সমাধান করে দিয়ে গেলেন দেশের সবচেয়ে প্রাচীন ও বিতর্কিত জমি মামলার। অবসরের আগেই তিনি অযোধ্যা মামলার রায় দিতে চান বলে ইচ্ছে প্রকাশ করেছিলেন  রঞ্জন গগৈই।  সেই মত  প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি চলছিল। গত ৬ অগস্ট থেকে এই মামলার দৈনিক শুনানি চলে। ১৬ অক্টোবর শেষ হয় মামলার শুনানি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও সাংবিধানিক বেঞ্চের অংশ ছিলেন বিচারপতি এসএ বোবদে, বিচারপতি ডিওয়াই চন্দ্রুচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি আব্দুল নাজির।