বরফের চাদরে দেবভূমি, দর্শন করুন বদ্রীনাথের তুষারস্নাত রূপ


উত্তরাখণ্ড জুড়ে চলছে তুষারপাত।  তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে চামোলি জেলায় অবস্থিত বদ্রীনাথধামও।  মন্দির ও সংলগ্ন চারপাশ সাদা তুষারের আস্তরণের মধ্যে রয়েছে। আর তাতে সূর্যের আলো পড়ে দেবভূমির সৌন্দর্য্য আরও কয়েকগুণ বেড়েছে। যদিও এই তুষারপাতের কারণে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তায় পুরু বরফ জমে  যাওয়ায় বন্ধ রয়েছে  যান চলাচলও। 

/ Updated: Dec 19 2019, 11:24 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


উত্তরাখণ্ড জুড়ে চলছে তুষারপাত।  তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে চামোলি জেলায় অবস্থিত বদ্রীনাথধামও।  মন্দির ও সংলগ্ন চারপাশ সাদা তুষারের আস্তরণের মধ্যে রয়েছে। আর তাতে সূর্যের আলো পড়ে দেবভূমির সৌন্দর্য্য আরও কয়েকগুণ বেড়েছে। যদিও এই তুষারপাতের কারণে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তায় পুরু বরফ জমে  যাওয়ায় বন্ধ রয়েছে  যান চলাচলও।