Bengaluru Rains : ভয়াবহ পরিস্থিতি, জলমগ্ন বেঙ্গালুরু, মঙ্গলবারও বদল নেই শহরের জলচিত্রে

৫ সেপ্টেম্বর থেকেই নাগারে বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় কর্ণাটক সহ দক্ষিণের একাধিক রাজ্যে। পরিস্থিতি ভয়াবহ আকার নেয় বেঙ্গালুরুতে। টানা বৃষ্টির জেরে শহরের নানা স্থানে জল জমায় প্রবল যানজটের তৈরি হয় শহরে। কার্যত থমকে যায় জনজীবন। অফিস- স্কুলে যাতায়াতের জন্য রাস্তায় নৌকো বা ট্রাক্টর নামাতে হয়।

/ Updated: Sep 06 2022, 03:26 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

৫ সেপ্টেম্বর থেকেই নাগারে বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় কর্ণাটক সহ দক্ষিণের একাধিক রাজ্যে। পরিস্থিতি ভয়াবহ আকার নেয় বেঙ্গালুরুতে। টানা বৃষ্টির জেরে শহরের নানা স্থানে জল জমায় প্রবল যানজটের তৈরি হয় শহরে। কার্যত থমকে যায় জনজীবন। অফিস- স্কুলে যাতায়াতের জন্য রাস্তায় নৌকো বা ট্রাক্টর নামাতে হয়। সোমবার শহরের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে একই দৃশ্য দেখা গিয়েছে। ৬ সেপ্টেম্বর, মঙ্গলবারও কোন বদল দেখা গেল না শহরের জলচিত্রে। বরং স্থানীয়দের মতে গতকাল রাতে ফের বৃষ্টি নামায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। বড় রাস্তায় জল জমে থাকায় কার্যত বন্ধ যান চলাচল। এই দিনও সকাল থেকেই নৌকো বা ট্রাক্টরে করে অফিস-স্কুলে যেতে দেখা যাচ্ছে শহরবাসীকে।