কোটি টাকার আট্টালিকা জলের তলায়, ট্রাক্টরে করে পালালেন সিইও

প্রায় এক মানুষ জলের তলায় বেঙ্গালুরুর ইয়ামলুর, এই অঞ্চলে বাস একাধিক সিইও, সিওও-দের | এক নামি সংস্থার সিইও বিনোদ কৌশিকও  জলের হাত থেকে বাঁচতে সপরিবারে চাপলেন ট্রাক্টরে | 

/ Updated: Sep 06 2022, 02:13 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রায় এক মানুষ জলের তলায় বেঙ্গালুরুর ইয়ামলুর | এই অঞ্চলে বাস একাধিক সিইও, সিওও-দের  রয়েছে কোটি কোটি টাকার অট্টালিকা | এখানকার গ্যারাজে রয়েছে কোটি টাকার সব গাড়ি | সেই সব ছেড়ে এখন পালাচ্ছেন সিইও, সিওও-দের দল | পরিবার নিয়ে ট্রাক্টরে চেপে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে | এক নামি সংস্থার সিইও বিনোদ কৌশিকের ভিডিও ভাইরাল | ইয়ামলুরে বাড়ি রয়েছে বিনোদ কৌশিকের | জলের হাত থেকে বাঁচতে সপরিবারে চাপলেন ট্রাক্টরে | প্রাণ বাঁচাতে ট্রাক্টরেরই সাহায্য নিলেন বিনোদ কৌশিক | সেই সঙ্গে ট্রাক্টরে চাপল প্রাণের অধিক প্রিয় দুটো হাস্কি কুকুর | ট্রাক্টর সওয়ারি বিনোদ ও তাঁর পরিবারের ভিডিও এখন ভাইরাল |