ভাটপাড়ায় ফের বোমাবাজি, নজরে এই মুহূর্তের কিছু বড় খবর

  • কেন্দ্রীয় প্রতিমন্ত্রী -র দায়িত্বে রাজীব 
  • প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ রচপাল  সিং
  • ভিড় ট্রেন থেকে পড়ে আহত ১ যাত্রী
  • জীবিত ব্যক্তির ডেথ সার্টিফিকেট পেল পরিবার
/ Updated: Jul 08 2021, 08:12 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভারতের একজন অন্যতম সেরা উদ্যোগপতি রাজীব চন্দ্রশেখর। মোদীর মন্ত্রীসভায় স্থান পেলেন এবার তিনি। বুধবার প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি। এই দায়িত্ব পেয়ে নিজেকে ধন্য বলে মনে করছেন, এমনটাই জানালেন তিনি। প্রয়াত প্রাক্তন আইপিএস তথা প্রাক্তন মন্ত্রী রচপাল সিং। হুগলির তারকেশ্বর কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় রচপাল  সিং -এর। করোনা রুখতে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। লোকাল ট্রেন না থাকায় ভিড় হচ্ছে স্টাফ স্পেশাল ট্রেনে। ট্রেনে ভিড়ের কারণেই আবারও দুর্ঘটনা। স্টাফ স্পেশাল ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক যাত্রী। আই সিইউতে বেঁচে আছে রোগী। কিন্তু তার ডেথ সার্টিফিকেট ইস্যু করে তাকে মৃত বলে ঘোষণা করার অভিযোগ উঠল একটি বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ -র বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পালিত হল জ্যোতি বসুর জন্ম বার্ষিকী। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৭ তম জন্ম বর্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন ফিরহাদ হাকিম, বিমান বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল ও বিজেপির একাধিক নেতা মন্ত্রীরা। ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল ১০০ টাকা ৬২ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের দাম দাঁড়াল ৯২ টাকা ৬৫ পয়সা। করোনা আবহে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এবার প্রবেশিকা নয়। নেওয়া যাবে না ভর্তির আবেদনের ফি। ২ অগাস্ট থেকে শুরু হবে স্নাতকে ভর্তির প্রক্রিয়া। ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরে ভর্তি শুরু হবে বলে জানা গিয়েছে। ভাটপাড়ায় ফের বোমাবাজি। ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদ নগরে বুধবার রাতে বোমাবাজি হয়। সেখানে বিজেপি কর্মী রাজু লহরীর বাড়ি লক্ষ্য করে চলে বোমাবাজি। ঘটনায় আতঙ্কিত রাজু লাহিড়ির পরিবার। আজ থেকেই জন সাধারণের জন্য খুলে গেল ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উদ্যান। এখন থেকে সকাল ৬টা থেকে খোলা থাকবে বাগান। তবে প্রবেশের জন্য করোনা টিকার দুটি ডোজ বাধ্যতামূলক। মিউজিয়াম গ্যালারি আপাতত বন্ধই থাকবে।