সীমান্ত পাহাড়ার মাঝেই দীপাবলি, মিষ্টি বিনিয়ময় বিএসএফ ও বিজিবি-র
দীপাবলির আনন্দে মেতেছে সারা দেশ। কিন্তু সীমান্ত পাহাড়ায় রয়েছেন ভারত মাতার বীর সন্তানরা। জওয়ানজের জীবনে উৎসব আসে কচিৎ, কদাচিৎ। তাই সুযোগ পেলেই দায়িত্বের মাঝেই উৎসবের আনন্দ উপভোগ করে নিতে চেষ্টা করেন তাঁরা।
দীপাবলির আনন্দে মেতেছে সারা দেশ। কিন্তু সীমান্ত পাহাড়ায় রয়েছেন ভারত মাতার বীর সন্তানরা। জওয়ানজের জীবনে উৎসব আসে কচিৎ, কদাচিৎ। তাই সুযোগ পেলেই দায়িত্বের মাঝেই উৎসবের আনন্দ উপভোগ করে নিতে চেষ্টা করেন তাঁরা। ত্রিপুরার আখাউরা চেকপোষ্টে তেমনি উৎসবে মাতলেন তাঁরা। দীপাবলি উপলক্ষে একে অপরকে মিষ্টি বিতরণ করলেন বিএসএফ ও বিজিবি-র জওয়ানরা। অবশ্য এই ঘটনা নতুন নয়। প্রতি বছর দীপাবলি, দোল , রাখি ও বিজয়া দশমীর সময় এই ছবি ধরা পড়ে ভারত-বাংলাদেশ সীমান্তে। দুই দেশের জওয়ানরা একে অপরকে মিষ্টিমুখ করে শুভেচ্ছা বিনিময় করেন। প্রাক দীপাবলিতেও ফের সেই দৃশ্য চোখে পড়ল। দুই দেশের মধ্যে সৌভ্রাতৃত্বের সম্পর্ক যেন এদিন আরও একধাপ এগিয়ে গেল।