সিপাই বিদ্রোহের সূচনা হয়েছিল চাপাঠি আন্দোলন দিয়ে, জানুন সেই ইতিহাস
- সিপাহী বিদ্রোহের আড়ালে ছিল চাপাঠি আন্দোলন
- এমন এক অসামান্য় কাহিনি আজও ঢাকা পড়ে রয়েছে
- ইতিহাসের কারবারিদের কাছে চাপাঠি আন্দোলন একটা পরিচিত নাম
- জানুন এই আন্দোলনের এক চমকপ্রদ কাহিনি
১৮৫৭ সালের বিদ্রোহ সংগঠিত করার আগে সিপাই-রা নিজেদের মধ্যে এক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছিল। আর এই যোগাযোগ ব্যবস্থা স্থাপন হয়েছিল চাপাঠি বিতরণের মধ্যে দিয়ে। সিপাই বিদ্রোহের কয়েক মাস আগে উত্তর প্রদেশের একটি গ্রাম থেকে ভারতীয় সিপাইদের মধ্যে চাপাঠি বিতরণ শুরু করা হয়েছিল। আস্তে আস্তে এই চাপাঠি দেশের অধিকাংশ স্থানে সিপাইদের কাছে পৌঁছে যায়। ইংরাজ শাসকরা দেখতে পান যে তাদের রয়্যাল মেলের থেকেও দ্রুত গতিতে এই চাপাঠি সিপাইদের কাছে পৌঁছে যাাচ্ছিল। এমনও দেখা গিয়েছে যে একদিনে ২০০ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে এই চাপাঠি। ইংরাজ সেনার প্রশাসকরা এই মর্মো উদ্ধার করতে না পারলেও বুঝতে পেরেছিল ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে।