কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী, ফুটপাতবাসীর ভরসা জোগাচ্ছে আশ্রয় গৃহ

ক্রমেই নামছে রাজধানী দিল্লির তাপমাত্রার পারদ। তার উপর বৃষ্টি আরও বাড়িয়ে দিয়েছে কনকনে ঠান্ডার অনুভূতি। ঠাণ্ডার কারণে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে চারপাশ। রাজপথে কমে গিয়েছে যানবাহন ও যাত্রী সংখ্যা। সবথেকে খারাপ অবস্থা গৃহহীন ফুটপাতবাসীদের। ঠাণ্ডা মোকাবিলায় রাস্তার ধারে আঘুন জ্বালিয়ে চলছে তাপ পোহানো। এই আশ্রয়হীন মানুষগুলির কথা ভেবেই দিল্লি সরকার রাজধানীতে তৈরি করেছে আশ্রয় গৃহ।

/ Updated: Dec 14 2019, 01:41 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


ক্রমেই নামছে রাজধানী দিল্লির তাপমাত্রার পারদ। তার উপর বৃষ্টি আরও বাড়িয়ে দিয়েছে কনকনে ঠান্ডার অনুভূতি। ঠাণ্ডার কারণে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে চারপাশ। রাজপথে কমে গিয়েছে যানবাহন ও যাত্রী সংখ্যা। সবথেকে খারাপ অবস্থা গৃহহীন ফুটপাতবাসীদের। ঠাণ্ডা মোকাবিলায় রাস্তার ধারে আঘুন জ্বালিয়ে চলছে তাপ পোহানো। এই আশ্রয়হীন মানুষগুলির কথা ভেবেই দিল্লি সরকার রাজধানীতে তৈরি করেছে আশ্রয় গৃহ। এই আশ্রয় গৃহই কনকনে ঠাণ্ডায় ভরসা যোগাচ্ছে গৃহহীন মানুষগুলিকে। ঠান্ডা মোকাবিলায় এখানে রয়েছে কম্বল, চাদর থেকে বালিশ সবকিছুই। আর তাতেই আশ্রয় নিয়েছেন বহু মানুষ। দিল্লি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হবে।