চন্দ্রযান-এর পর একাধিক মিশন ইসরোর হাতে, জেনে নিন আগামীর পরিকল্পনা
এখনও তুঙ্গে চন্দ্রযান মিশন, এরই মাঝে একাধিক প্রজেক্ট
আসন্ন কয়েক বছরে ইসরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে হাত দেবে
জেনে নিন তাঁর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ মিশন
এখনও বিক্রমকে নিয়ে আশাবাদী ইসরো। একদিন পর দেখা মিললেও যোগাযোগ করা সম্ভব হয়নি তার সঙ্গে। কিন্তু হাল ছাড়েনি ইসরো। প্রতি মুহুর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। তবে চন্দ্রযানের পর একাধিক মিশন এখন রয়েছে অপেক্ষায়। সেদিকেও কড়া নজর ইসরোর।
সম্প্রতিই ইতিহাস রচনার খুব কাছে পৌঁছে গিয়েছিল ইসরো। এখন রয়েছে আশা। তবে এখানেই শেষ নয়, হাতে রয়েছে আগামীর পাঁচ প্রজেক্ট। আদিত্য এল ওয়ান, এটি সূর্যের কাছে পাঠানো হবে এটি। গগণযান হবে সবথেকে বেশি বাজেটের প্রজেক্ট। ভারতের স্পেশ স্টেশন, যার মাধ্যমে মহাকাশে বিজ্ঞানী গিয়ে পর্যবেক্ষণ করতে পারবে। তৈরি হচ্ছে শুক্রযানও। ফলে একাধিক দিকে নজর এখন ইসরোর, নয়া ইতিহাস গড়ার একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যেই।