অযোধ্যা মামলার রায় নিয়ে প্রতিক্রিয়া দিলেন অধীর চৌধুরী, দেখুন ভিডিও
- অযোধ্যা মামলার রায়কে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে কংগ্রেস
- এই ইস্যুতে আর বেশি শব্দ খরচ করলেন না অধীর চৌধুরী
- সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিলেন বহরমপুরের সাংসদ
- রায় ঘোষণার পর শনিবার দিল্লিতে বৈঠকে বসেন কংগ্রেস নেতারা
তখনও বিবৃতি দেয়নি দল। অযোধ্যা মামলার সুপ্রিম কোর্টের রায় নিয়ে বেশি শব্দ খরচ করলেন না কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, 'সুপ্রিম কোর্টের রায়কে আমরা সম্মান করি।' শনিবার সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পরে দিল্লিতে বৈঠকে বসেন কংগ্রেসে নেতারা। বৈঠকে হাজির ছিলেন কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীর চৌধুরী। অযোধ্যা মামলার রায়কে স্বাগত জানিয়েছে কংগ্রেস। দিল্লিতে সাংবাদিক বৈঠকে দলের নেতা রণদীপ সুরজওয়াল বলেন, 'আমাদের পারস্পরিক শ্রদ্ধা ও একতা বজায় রাখতে হবে। দেশের যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিক নজর রাখার প্রতিটি নাগরিকের কর্তব্য।'