কোন পথে ঘূর্ণিঝড় অশনি? রবিবার সন্ধ্য়ায় তৈরি নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে


আন্দামান সাগরে তৈরি হওয়া নিন্মচাপ শক্তি বাড়িয়ে রবিবারই তৈরি হবে ঘূর্ণিঝড়ে। তবে এখনও পর্যন্ত এই ঝড়ের গতিবিধি নিয়ে রয়েছে ধোঁয়াসা। মৌসম ভবন জানিয়েছেন ঘূর্ণিঝড়টি অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে এলেও সেখানে ল্যান্ডফল করতে পারে। 

/ Updated: May 08 2022, 12:23 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আন্দামান সাগরে তৈরি হওয়া নিন্মচাপ শক্তি বাড়িয়ে রবিবারই তৈরি হবে ঘূর্ণিঝড়ে। তবে এখনও পর্যন্ত এই ঝড়ের গতিবিধি নিয়ে রয়েছে ধোঁয়াসা। মৌসম ভবন জানিয়েছেন ঘূর্ণিঝড়টি অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে এলেও সেখানে ল্যান্ডফল করতে পারে। দুই রাজ্যের উপকূল ঘেঁসে বেরিয়ে যেতে পারে। বাংলাদেশে ল্যান্ডফল করতে পারে। তবে ঘূর্ণিঝড়ের দাপতে পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের প্রভাবে ওড়িশা ও অন্ধ্র উপকূলে জারি করা হয়েছে সতর্কতা। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই রাজ্যেও উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশা সরকার বিপর্যয় মোকাবিলা দলের পাশাপাশি দমকল কর্মীদেরও প্রস্তুত থকতে নির্দেশ দিয়েছে। ১০ মে ঝড়ের তীব্রতা সবথেকে বেশি হতে পারে বলেও জানান হয়েছে। উপকূলবর্তী নিচু এলাকা থেকে মানুষদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। একই ভাবে বাংলাদেশের দিকেও সতর্কতা জারি করা হয়েছে।  তবে এই ঘূর্ণি ঝড় নিয়ে রয়েছে ধোঁয়াশা।