ঘূর্ণিঝড় অশনি ওড়িশা উপকূল স্পর্শ করবে না, বাধা হয়ে দাঁড়াবে পশ্চিমের শুষ্ক বাতাস
গুরুতর ঘূর্ণিঝড় 'অশনি' অন্ধ্র প্রদেশ এবং ওড়িশার উপকূলে ল্যান্ডফল নাও করতে পারে কারণ এটি আগামী ৪৮ ঘন্টার মধ্যে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারতীয় আবহাওয়া বিভাগ সোমবার তার সর্বশেষ পূর্বাভাসে বলেছে।
দ্রুত গতিতে শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। রবিবার নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তারপরই শক্তি সঞ্চয় করছে। কিন্তু এটির স্থলভাবে প্রবেশের সম্ভাবনা ক্রমশই ক্ষীন হয়ে আসছে। কারণ আবহাওয়া দফতর জানিয়েছেন ১০ মে অর্থাৎ সোমবার এটি ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে। তবে আর আগে ঘূর্ণিঝড় পৌঁছে যাবে অন্ধ্রউপকূলের কাছে। একাধিকবার গতি বদলে অশনি নাজেহাল করে দিচ্ছে আবহাওয়াবীদদে। সোমবার ভারতের আবহাওয়া দফতরের প্রবীণ বিজ্ঞনী আর কে জেনামনি জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম ও পুরী থেকে প্রায় ৪৫০ ও ৫০০ কিলোমিটার দূরে রয়েছে। তবে এটি উপকূলের কাছে এলেই শক্তি হারাবে। কারণ পশ্চিমী শুষ্ক বাতাস ঘূর্ণঝড়ে প্রবেশ করবে। ১১ মে উপকূলের কাছাকাছি আসার সময় এর তীব্রতা হ্রাস পাবে। এটি উড়িশা উপকূলও স্পর্শ করবে না। তবে এটি এখনও একটি মারাত্মক ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে। ১২ ঘণ্টা. ২১-২৫ কিলোমিটার গতিবেগে এগিয়ে আসছে।