ঘূর্ণিঝড় অশনি অন্ধ্র উপকূলে ভাসিয়ে নিয়ে এল এক বিশাল রথ, দেখুন সেই ভিডিও

উত্তাল সমুদ্র। আর তার মধ্যে ঢেউ-এর দোলায় খেলে বেড়াচ্ছে এক বিশাল আকারের ভাসমান রথ। অনকেটা মায়ানমার এবং মালোয়েশিয়া-তে যেমন প্যাগোডা দেখতে পাওয়া যায় তেমন। মঙ্গলবার সন্ধ্যায় সৈকতের কাছে এমন একটা বিশালকার ভাসমান বস্তুকে দেখে অবাক হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সুন্নাপল্লি উপকূলের মানুষ।

/ Updated: May 11 2022, 11:52 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মঙ্গলবার সন্ধ্যায় সৈকতের কাছে এমন একটা বিশালকার ভাসমান বস্তুকে দেখে অবাক হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সুন্নাপল্লি উপকূলের মানুষ। ঘূর্ণিঝড় অশনির দাপটে তখন ঢেউ-এর উথাল-পাথাল চলছে। আর রথের মতো দেখতে সেই বিশাল বস্তুটি সমানে ভেসে থাকার লড়াই যেন চালিয়ে যাচ্ছে। আশ্চর্য এমন এক বস্তু দেখে উত্তাল সমুদ্রের মধ্যে নেমে পড়ে কয়েক জন। হাত লাগিয়ে বস্তুটিকে টেনে নিয়ে আসা হয় সৈকতের উপরে। দেখা যায়, রথের মতো দেখেতে এই বস্তুটির সঙ্গে প্যাগোডার হুবহু মিল রয়েছে। পুরো বস্তুটি হালকা কাঠ ও প্লাই দ্বারা নির্মিত। কাঠের একটি প্ল্যাটফর্ম রয়েছে তাতে। আর এই প্ল্যাটফর্মের উপরেই প্যাগোডার মতো বিষয়টি খাড়়া হয়ে রয়েছে। কাঠের পাটাতনের নিচে এবারা ফাঁকা টিনের ড্রাম আটকানো। সাধারণত এই ধরনের ফাঁকা ড্রাম দিয়ে জলের উপরে কিছু ভাসিয়ে রাখা হয়। সুতরাং সন্দেহ নেই যে রথের মতো দেখতে এই বস্তুটিকে জলের উপরে ভাসিয়ে রাখা হয়েছিল। মনে করা হচ্ছে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে কোনওভাবে এই বস্তুটির নোঙর ছিড়ে যায় এবং তা সমুদ্রের ঢেউ-এর দোলায় সুনাপল্লির সৈকতে চলে আসে।