ঘূর্ণিঝড় মহার তাণ্ডবে বিপর্যস্ত লাক্ষাদ্বীপ, উদ্ধারে নামল নৌবাহিনী

অতিপ্রবল ঘূর্ণিঝড় মহার দাপটে বিপর্যস্ত লাক্ষাদ্বীপের জনজীবন। সমুদ্রে বড় বড় ঢেউয়ের সঙ্গে চলছে প্রবল বৃষ্টি। জল ঢুকে গিয়েছে  আবাসিক এলাকাগুলিতে। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমেছেন নৌবাহিনীর আধিকারিকরা। আটকে পড়া বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। 

/ Updated: Nov 01 2019, 11:24 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


অতিপ্রবল ঘূর্ণিঝড় মহার দাপটে বিপর্যস্ত লাক্ষাদ্বীপের জনজীবন। সমুদ্রে বড় বড় ঢেউয়ের সঙ্গে চলছে প্রবল বৃষ্টি। জল ঢুকে গিয়েছে  আবাসিক এলাকাগুলিতে। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমেছেন নৌবাহিনীর আধিকারিকরা। আটকে পড়া বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় মহার প্রভাবে এই দ্বীপ অঞ্চলে আগামী দিনে আরও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। মহা ভারতের উপর ধেয়ে আসা এবছরের চতুর্থ ঘর্ণিঝড়। আরব সাগরে রয়েছে মহার কেন্দ্র। এর ফলে কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল ও দক্ষিণ তামিলনাড়ুতে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এর্নাকুলাম, ত্রিসুর, মালাপ্পরাম ও কোজিকোডে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।