৭২তম প্রজাতন্ত্র দিবসে প্রকাশ্যে ডানা মেলল ডাকোটা এয়ারক্রাফট 'পরশুরাম'

  • প্রকাশ্যে এল এয়ারক্রাফট 'পরশুরাম'
  • এটি একটি ভিনটেজ এয়ারক্রাফট ডাকোটা
  • তারই নয়া নামকরণ 'পরশুরাম' 
  • ৭২তম প্রজাতন্ত্র দিবসে প্রকাশ্যে এল পরশুরাম
     
/ Updated: Jan 26 2021, 03:49 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রকাশ্যে এল এয়ারক্রাফট 'পরশুরাম'। এটি একটি ভিনটেজ এয়ারক্রাফট ডাকোটা। তারই নয়া নামকরণ 'পরশুরাম'। ৭২তম প্রজাতন্ত্র দিবসে প্রকাশ্যে এল পরশুরাম। ৮৬তম ভারতীয় বায়ুসেনা দিবসে এটি বায়ুসেনার হাতে আসে। ৮ অক্টোবর ২০১৮, ভারতীয় বায়ুসেনা পায় পরশুরাম -কে। রাজীব চন্দ্রশেখর বিমানটিকা উপহার হিসেবে দিয়েছিলেন। তাঁর বাবা এমকে চন্দ্রশেখর ডাকোটার পাইলট ছিলেন। এবার সেই পরশুরামকেই দেখা গেল প্রজাতন্ত্র দিবসে। নীচে রাজপথ আর ওপর দিয়ে উড়ল পরশুরাম।