৭২তম প্রজাতন্ত্র দিবসে প্রকাশ্যে ডানা মেলল ডাকোটা এয়ারক্রাফট 'পরশুরাম'
- প্রকাশ্যে এল এয়ারক্রাফট 'পরশুরাম'
- এটি একটি ভিনটেজ এয়ারক্রাফট ডাকোটা
- তারই নয়া নামকরণ 'পরশুরাম'
- ৭২তম প্রজাতন্ত্র দিবসে প্রকাশ্যে এল পরশুরাম
প্রকাশ্যে এল এয়ারক্রাফট 'পরশুরাম'। এটি একটি ভিনটেজ এয়ারক্রাফট ডাকোটা। তারই নয়া নামকরণ 'পরশুরাম'। ৭২তম প্রজাতন্ত্র দিবসে প্রকাশ্যে এল পরশুরাম। ৮৬তম ভারতীয় বায়ুসেনা দিবসে এটি বায়ুসেনার হাতে আসে। ৮ অক্টোবর ২০১৮, ভারতীয় বায়ুসেনা পায় পরশুরাম -কে। রাজীব চন্দ্রশেখর বিমানটিকা উপহার হিসেবে দিয়েছিলেন। তাঁর বাবা এমকে চন্দ্রশেখর ডাকোটার পাইলট ছিলেন। এবার সেই পরশুরামকেই দেখা গেল প্রজাতন্ত্র দিবসে। নীচে রাজপথ আর ওপর দিয়ে উড়ল পরশুরাম।