ঐতিহাসিক রায় ঘোষণার পরদিন, কী পরিস্থিতি রামজন্মভূমির, দেখুন
শনিবারই সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে অযোধ্যা জমি বিতর্ক মামলা। তিন দশকের দীর্ঘ আইনি লড়াইয়ের অবসানে জমির দখল পেয়েছে রামলালা। তবে মুসলিম পক্ষকেও খালি হাতে ফেরায়নি আদালত। অযোধ্যাতেই মসজিদ গড়ার জন্য ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়-এ তারা অসন্তুষ্ট ববলে জানিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। রিভিউ পিটিশনের কথা ভাবছে তারা। ১৩৪ বছরের বিতর্কের শেষ হওয়ার ঠিক পরের দিন কেমন ছিল রামজন্মভূমির ছবিটা? কোথাও কোনও ঝামেলা হল কি? দেখুন।
শনিবারই সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে অযোধ্যা জমি বিতর্ক মামলা। তিন দশকের দীর্ঘ আইনি লড়াইয়ের অবসানে জমির দখল পেয়েছে রামলালা। তবে মুসলিম পক্ষকেও খালি হাতে ফেরায়নি আদালত। অযোধ্যাতেই মসজিদ গড়ার জন্য ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়-এ তারা অসন্তুষ্ট ববলে জানিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। রিভিউ পিটিশনের কথা ভাবছে তারা। ১৩৪ বছরের বিতর্কের শেষ হওয়ার ঠিক পরের দিন কেমন ছিল রামজন্মভূমির ছবিটা? কোথাও কোনও ঝামেলা হল কি? দেখুন।