এবার ভক্তশূণ্য জগন্নাথদেবের স্নানযাত্রা, নজরে এই মুহূর্তের কিছু বড় খবর

  • খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির
  • ২৪ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১ হাজার ৯২৫
  • এবার ভক্তশূণ্য জগন্নাথদেবের স্নানযাত্রা
  • শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ
/ Updated: Jun 24 2021, 03:49 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

 অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফের ভক্তদের জন্য খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির। বৃহস্পতিবার সকালেই খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির। সকাল ৬ টা থেকে বেলা ১২ টা এবং বিকেল ৩ টে থেকে সন্ধ্যা ৬ টা খোলা থাকবে মন্দির। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী ২৪ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১ হাজার ৯২৫ জন। রাজ্যে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ৩৭৮। করোনা আবহে গত বছরের পর এবারও ভক্তশূন্য পুরীর জগন্নাথদেবের স্নানযাত্রা। ১২ জুলাই রয়েছে রথযাত্রা। গতবারের মতো এবারও পুরীতে রথ টানবেন সেবায়েত ও পূজারিরা।  বুধবারের পর বৃহস্পতিবার ফের ধুন্ধুমার শিয়ালদহ দক্ষিণ শাখায়। স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে না দেওয়ায় শুরু হয় বিক্ষোভ। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে হামলা চালায় যাত্রীরা। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। কন্যা সন্তান জন্ম দেওয়ার 'অপরাধে'  স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পড়ে মৃত্যু নিশ্চিত করতে দেহ ঝুলিয়ে দেওয়া হয় অনুমান। এ ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্যা ছড়ায় মুর্শিদাবাদের পলাশবাটি এলাকায়। করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব শিশু-কিশোরদের উপর বেশি পড়ার সম্ভাবনা। তাই এবার টিকাকরণের অগ্রাধীকারের তালিকায় ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের মায়েদের আনতে চলেছে রাজ্য। কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন উপত্যকার রাজনৈতিক নেতারা। বৈঠক ডেকেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে জম্মু-কাশ্মীরের ১৪ জন নেতার। ভ্যাকসিন নিয়ে সিন্ডিকেট চলছে রাজ্যে। সবটাই সাজানো, এর সঙ্গে জড়িত আছে শাসকদল, বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ফের বাড়ল জ্বালানির দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ২৫ পয়সা বেড়ে দাম দাঁড়াল ৯৭ টাকা ৬৩ পয়সাএবং ডিজেলের দাম ৭ পয়সা বেড়ে লিটার প্রতি দাম দাঁড়াল ৯১ টাকা ১৫ পয়সা।