দেব দীপাবলিতে সেজেছে রাম জন্মভূমি, সরযূ ও গঙ্গায় চলছে পুণ্যস্নান

দীপাবলির দিন পনেরো পরে কার্তিক পূর্ণিমার রাতে পালিত হয় দেব দীপাবলি। কথিত আছে স্বর্গ থেকে এদিন দেবতারা নেমে আসেন গঙ্গায় স্নান করতে। তাই কার্কি পূর্ণিমায় গঙ্গাস্নান করা খুব শুভ বলে মনে করা হয় হিন্দুশাস্ত্রে। উত্তরপ্রদেশের অযোধ্যাতেও সেই রীতি মেনে পালিত হচ্ছে দেব দীপাবলি। সকাল থেকেই সরযূ নদীতে পুন্যস্নানে নেমেছেন বহু পূণ্যার্থী। কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, বিতর্কিত জমিতেই হবে রামমন্দির। তাই এবার দেব দীপাবলিতে  অযোধ্যায় পূণ্যার্থীদের উৎসাহও অনেকটা বেশি। বারাণসীর দশাস্বমেধ ঘাটেও দেব দীপাবলি উপলক্ষ্যে পুণ্যস্নান করছেন অনেক পূণ্যার্থী।

/ Updated: Nov 12 2019, 03:09 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


দীপাবলির দিন পনেরো পরে কার্তিক পূর্ণিমার রাতে পালিত হয় দেব দীপাবলি। কথিত আছে স্বর্গ থেকে এদিন দেবতারা নেমে আসেন গঙ্গায় স্নান করতে। তাই কার্কি পূর্ণিমায় গঙ্গাস্নান করা খুব শুভ বলে মনে করা হয় হিন্দুশাস্ত্রে। উত্তরপ্রদেশের অযোধ্যাতেও সেই রীতি মেনে পালিত হচ্ছে দেব দীপাবলি। সকাল থেকেই সরযূ নদীতে পুন্যস্নানে নেমেছেন বহু পূণ্যার্থী। কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, বিতর্কিত জমিতেই হবে রামমন্দির। তাই এবার দেব দীপাবলিতে  অযোধ্যায় পূণ্যার্থীদের উৎসাহও অনেকটা বেশি। বারাণসীর দশাস্বমেধ ঘাটেও দেব দীপাবলি উপলক্ষ্যে পুণ্যস্নান করছেন অনেক পূণ্যার্থী।

হিন্দুশাস্ত্র অনুযায়ী , কার্তিক পূর্ণিমায় মহাদেব ত্রিপুরাসুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন। এই ত্রিপুরাসুর স্বর্গ আক্রমণ করে সব ছারখার করে দেওয়ার চেষ্টা করেছিল। ত্রিপুরাসুর বধের আনন্দে কার্তিক পূর্ণিমায় দীপাবলি পালন করেন দেবতারা।