পড়ুয়াদের দুধে মেশানো হচ্ছে জল, যোগী রাজ্যে কাঠগড়ায় স্কুল

সাঙ্ঘাতিক অভিযোগ স্কুল কর্পক্ষের বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তরপ্রদেশের সোনভদ্র। অভিযোগ এখানকার কোটা গ্রামের  সালাই বানওয়া প্রাইমারি স্কুলে পড়ুয়াদের দুধে মেশআনো হচ্ছে জল। এক লিটার দুধে গামলা ভর্তি জল মিশিয়ে দেওয়া হচ্ছে ৮১জন পড়ুয়াকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষাদফতরেও অভিযোগ দায়ের হয়েছে। প্রশাসন ঘটনার তদন্তের আশ্বাস দিলেও সাফাইও খাড়া করা হচ্ছে। দুধ না মেলাতেই কর্তৃপক্ষ জল মেশানোর পথে হাঁটে বলে যুক্তি দেওয়া হয়। যদিও দুধে জল মেশোনার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে। 
 

/ Updated: Nov 29 2019, 04:09 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সাঙ্ঘাতিক অভিযোগ স্কুল কর্পক্ষের বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তরপ্রদেশের সোনভদ্র। অভিযোগ এখানকার কোটা গ্রামের  সালাই বানওয়া প্রাইমারি স্কুলে পড়ুয়াদের দুধে মেশআনো হচ্ছে জল। এক লিটার দুধে গামলা ভর্তি জল মিশিয়ে দেওয়া হচ্ছে ৮১জন পড়ুয়াকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষাদফতরেও অভিযোগ দায়ের হয়েছে। প্রশাসন ঘটনার তদন্তের আশ্বাস দিলেও সাফাইও খাড়া করা হচ্ছে। দুধ না মেলাতেই কর্তৃপক্ষ জল মেশানোর পথে হাঁটে বলে যুক্তি দেওয়া হয়। যদিও দুধে জল মেশোনার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে।