দীপাবলিতে নতুনত্ব আনন্দ, করোনা থেকে বাঁচতে এবার দীপাবলিতে মুখে থাকবে মাস্ক আর তাতেই জ্বলবে লাইট
- এবার কালী পুজোয় বাজি নিষিদ্ধ
- করোনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত জানায় হাইকোর্ট
- আর সেই বাজিই ফাটানো হচ্ছিল বেলুড়ের একটি আবাসনে
- যা বন্ধ করতে গিয়ে আক্রান্ত হল পুলিশকর্মীরাই
দুর্গা পুজোর পর এবার কালী পুজোতেও করোনার প্রভাব। করোনার কথা মাথায় রেখেই এবার কালী পুজোয় আতসবাজি নিষিদ্ধ, এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আর তার পর থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নজরদারী। আর সেই সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বৃহস্পতিবার একটি আবাসনে চলছিল বাজি ফাটানো আর তাতেই বাধ সেধেছিল পুলিশ। অভিযোগ এর পরেই পুলিশের ওপর চড়াও হয় ওই আবাসনের বেশ কয়েকজন। যার জেরে মোট ৭ জন পুলিশ কর্মী আহত হন। সেখান থেকে পুলিশকর্মীদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী বেলুড় হাসপাতালে। পরে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধিদের গ্রেফতার করে পুলিশ।