তৈরি রাম ,সীতা, জ্বলবে সাড়ে ৫ লক্ষ প্রদীপ,গিনেস বুকে নাম তুলতে তৈরি অযোধ্যা
দশেরায় রাবণবধ করে অযোধ্যায় ফিরে এসেছিলেন রাম, সীতা ও লক্ষ্মণ। তাঁদের ফেরার আনন্দে প্রদীপ জ্বালিয়ে সেজে উঠেছিল গোটা শহর। সেই থেকেই নাকি শুরু দীপাবলি পালনের প্রথা। রাম জন্মভূমি অযোধ্যায় দীপাবলি তাই প্রতিবারই বিশেষ ভাবে পালিত হয়।
দশেরায় রাবণবধ করে অযোধ্যায় ফিরে এসেছিলেন রাম, সীতা ও লক্ষ্মণ। তাঁদের ফেরার আনন্দে প্রদীপ জ্বালিয়ে সেজে উঠেছিল গোটা শহর। সেই থেকেই নাকি শুরু দীপাবলি পালনের প্রথা। রাম জন্মভূমি অযোধ্যায় দীপাবলি তাই প্রতিবারই বিশেষ ভাবে পালিত হয়। ক্ষমতায় এসে রাজ্যে দীপোৎসবের সূচনা করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবরাও সাড়ে পাঁচ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে তৈরি অযোধ্যা। তিন দিন ধরে চলবে এবারের দীপোৎসব। বিশেষ ভাবে সাজানো হচ্ছে সরযু ঘটক। রাম, সীতা ও লক্ষ্মণ নামবেন কপ্টার থেকে। দীপাবল্লির প্রাক্কালে তাই একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে অযোধ্যায়।