শুরু হল ডিআরআই-এর বিশেষ অভিযান 'গিয়ার বক্স', হেরোইন চোরাচালান ঠেকাতে এই বিশেষ অভিযান
হেরোইন চোরাচালান ঠেকাতে বিশেষ অভিযান শুরু করল ডিআরআই, এই অভিযানের নাম ‘গিয়ার বক্স’, ডিআরআই ও এটিএস এর যৌথ উদ্যোগে চলবে অভিযান ।
হেরোইন চোরাচালান ঠেকাতে বিশেষ অভিযান শুরু করল ডিআরআই | ‘গিয়ার বক্স’ নামের এই অভিযান শুরু করা হয়েছে | ডিআরআই ও এটিএস এর যৌথ উদ্যোগে অপারেশন ‘গিয়ার বক্স’ চালু করা হয়েছে | গুজরাটের এটিএস এর অফিসারদের উপস্থিতিতে কলকাতা বন্দরে ডিআরআই একটি কন্টেইনার পরীক্ষা করেছে | এর আগে একটি ঘটনা সনাক্ত করা হয়েছিল যেখানে ৭৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছিল | যেটি পাওয়া গেছে তাতে ৩৯৫ কেজি ওজনের থ্রেডগুলি মাদকদ্রব্যযুক্ত একটি দ্রবণে ভিজিয়ে রাখা হয়েছিল |